Zartasha Kashif:- দুবাইয়ের নিষ্পাপ শিশুর মিষ্টি হাসি এবং সুরিলা কথায় মুগ্ধ হয়েছে নেটিজেনরা । মাত্র 3 বছরের এই ছোট্ট শিশুটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে । তার নিষ্পাপ হাসি এবং সুরিলা কণ্ঠে কথা বলার ধরনই তাকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে । তাই আসুন জেনে নেওয়া যাক শিশুটির পরিচয় কী ? তার রাতারাতি ভাইরাল হওয়ার পিছনেই বা কি রহস্য রয়েছে ?
2019 সালের দুবাই শহরের এক মুসলিম পরিবারে এই ছোট্ট শিশুটির জন্ম হয় । মা ও বাবার ভালবাসায় তার নাম দেওয়া হয় ‘যার্তাশা কাসিফ‘ । তবে বাড়িতে তাকে ‘তাসু’ বলে ডাকা হয় । শিশুটির করা ভিডিওতে তার নাম নেটিজেনদের কাছে বিরাট চর্চায় রয়েছে ।
তাসুর পরিবারে তার মা, বাবা ও বড়ো দাদা আছে । তবে তাসু পরিবারে সবচেয়ে ছোট আমার পাশাপাশি সবার ভালোবাসার লাডলী মেয়ে । তাসু তার বাবাকে ভালোবাসায় বাব্বী বলে ডাকে ।
* তাসুর রাতারাতি ভাইরাল হওয়ার পিছনে রহস্য কী ছিল ?
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় tiktok অ্যাপটি যখন ভারতে দারুন প্রভাব পড়েছিল । ঠিক তখনকার সময়ই তাসুর বাবা ও মা মিলে সেই tiktok অ্যাপ এ নানান ধরনের কাপল ভিডিও বানাতেন । বেশ কিছুদিন ভিডিও আপলোড করার পর তার চ্যানেলে ফ্যান ফলোইং এর সংখ্যাও দ্রুতগতিতে এগোচ্ছিল । এরপর tiktok যখন বন্ধ হয়ে যায় । কিন্তু তবুও তারা হাল ছাড়েন নি । এরপর তারা Snake Video এর মাধ্যমে ভিডিও বানাতে শুরু করেন ।
তবে tiktok অ্যাপ থাকাকালীন তাসু ও তার ফ্যামিলি সহ দুবাই শহরের এয়ার প্যারিসিং এ ভ্রমণের জন্য যায় । এরপর সেখানে করা তাসুর একটি ভিডিও সেই টিকটকে আপলোড করেন তার ফ্যামিলি । পরদিন সকালেই দেখা যায় সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি প্রায় 20M অর্থাৎ 20 কোটিরও বেশি দর্শকরা দেখেছেন ।
ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে যার্তাশা কাসিফ ওরফে তাসুকে বলতে দেখা যায়, “মে বোর হু… মে বহত গুসসা আয়া হু । সাচ মে বোল রহি হু…মে বহত গুসসা আয়া হু ।”
ভাইরাল ভিডিওতে তাসুর মৌখিক ভঙ্গিমাকে নেটিজেনরা দারুন পছন্দ করেছেন । তবে এতেই শেষ নয়, তার নামে একটি ইউটিউব অ্যাকাউন্টও রয়েছে যেখানে “Fun With Zartasha” নামে লোকমুখে পরিচিত । ইউটিউব একাউন্টে তার 5M এরও বেশি সংখ্যক সাবস্ক্রিপশন রয়েছে ।