WB Population:- গত শনিবার খবরমাধ্যমে প্রকাশিত পশ্চিমবঙ্গের 6 টি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তৃণমূল-কংগ্রেস বিপুল ভোটে জিত হাসিল করছে । তবে এই নির্বাচনে বিজেপি সরকার তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি । তাই এই উপনির্বাচনের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের ফলাফলের উপর সেরকম কোনো প্রভাব ফেলে না ।
এরপর গত রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠানে যোগদান করে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলে না । উক্ত অনুষ্ঠানে জনগণদের আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আগামী বছর 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নৈহাটি, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুরসহ জেলাগুলিতে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে । তবে সিতাই ও হাড়োয়ার মতো মুসলিম সম্প্রদায়ভুক্ত অঞ্চলগুলিতে ভোটের আধিক্যের কারণে হয়তো জেতা সম্ভব হবে না ।”
তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি মুসলিম সম্প্রদায়ভুক্ত রোহিঙ্গা প্রবেশ করেছে, যা রাজ্যের জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে । তবে “আমি ভারতীয় মুসলমানদেরকে একথা বলছি না, তবে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের এই অনুপ্রবেশ রাজ্যের সামগ্রিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে ।”
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, “সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল পরাজিত হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল । যার জন্য চলতি বছরের উপনির্বাচনে ভোটের আগে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের চাপ প্রয়োগের মাধ্যমে মোতায়েন করা হয়েছে । এমনকি এও শোনা গিয়েছে, তৃণমূল-কংগ্রেসের যেই সকল বুথগুলি নির্বাচনে পিছিয়ে থাকবে, সেই অঞ্চলের মানুষরা পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন ।” নিয়ম না মানলেই বাতিল লক্ষ্মীর ভান্ডার একাউন্ট ! ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নিয়ম !
তাই রাজ্যের জনগণের উপর এই ধরনের চাপ সৃষ্টির প্রভাবে এই বছরের উপনির্বাচনে তৃণমূলের জিত হাসিল রাজ্যের রাজনীতিতে তাদের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয় । যদিও বিজেপির দাবি, উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের ফলাফলের উপর সেরকম কোনো প্রভাব পরে না ।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের জিত হাসিলের পরেও বিরোধী দল তাদের অবস্থান মেটাতে আপ্রাণ চেষ্টা করছে । তবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও মুসলিম ভোটের প্রভাব নিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যে নতুন রাজনৈতিক আলোচনার সূত্রপাত ঘটায় ।