Vande Bharat Sleepar Train :- রেল সরকার যাত্রীদের জন্য নিয়ে এল এক দারুন খবর ! এখন থেকে এই রুটেই ছুটবে ভারতীয় ‘বুলেট ট্রেন ‘!

Vande Bharat Sleepar Train :- ভারতীয় রেল সরকার যাত্রীদের সুবিধার জন্য Vande Bharat Sleeper Train এর পরিষেবা চালু করেছে । ভারতের ট্র্যাক লাইনে অতিশীঘ্রই এই ট্রেনটি চলতে শুরু করবে । এছাড়াও একাধিক ট্রেনগুলির তুলনায় বন্দে ভারত ট্রেনটি লোকেদের দারুনভাবে নজর কাড়ে । বিগত 5 বছর থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে । এই ট্রেনটি চালু হওয়ায় ট্রেন যাত্রীরা  আরামের পাশাপাশি অনেক কম সময়ে নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারবেন ।

ভারতের সর্বপ্রথম Vande Bharat Sleeper Train এক্সপ্রেসটি প্রায় 160 কিলোমিটার / ঘন্টা স্পিড এ চলবে । তাই এই ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন । অনেক দুরগামী যাত্রাপথে যাতায়াতের জন্য ট্রেনের ভেতরে নূন্যতম আধুনিক ডিজাইনে বসা ও শোয়ার সিটের ব্যবস্থা রয়েছে ।

*আরও পড়ুন :- শিক্ষার্থীরা কোটা আন্দোলনে মৈত্রী এক্সপ্রেসের পথ অবরোধ করল ! এই পথ অবরোধের কারণ কী ? কেন ? আসুন জেনে নেওয়া যাক !

রেলসূত্রে জানা গিয়েছে , আগামী মাসেই স্লিপার কার বন্দে ভারত ট্রেনটি চালু করতে চলেছে । বর্তমানে নাগপুরের সমস্ত ডিভিশনগুলিতে ট্রেন যাত্রীদের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে । এছাড়াও অন্যান্য জায়গা গুলিতেও যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । তাই রেলসরকার যাত্রী বৃদ্ধি সংখ্যার কথা মাথায় রেখেই এই নতুন স্লিপারকার বন্দে ভারত ট্রেন চলাচল করার সিদ্ধান্ত নিয়েছেন । তবে সর্বপ্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি নাগপুর থেকে পুনে পর্যন্ত ট্র্যাকলাইনে চলতে শুরু করবে ।

এছাড়াও সেকেন্দ্রবাদ থেকে মুম্বাই পর্যন্ত ট্র্যাকলাইনগুলিতেও একটি NON Sleeper Vande Bharat ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পূর্বে থেকে এই ট্র্যাকলাইনগুলিতে নাগপুর থেকে পুনে যাতায়াত হত গরীব রথ এক্সপ্রেসে ও অজনি থেকে পুনে পর্যন্ত যাতায়াতের জন্য একাধিক সুপারফাস্ট এক্সপ্রেসগুলি রয়েছে । দিনের পর দিন এই স্টেশনের রুট বরাবর প্লাটফর্মগুলিতে প্রচুর পরিমাণে যাত্রীসংখা বৃদ্ধি পাচ্ছে । তাই রেল সরকার এই পরিস্থিতিকে সামাল দিতে ভারতে সর্বপ্রথম Vande Bharat Sleeper Train চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ।

*পড়তে থাকুন :- রেলসরকারে নতুন শুনানি ! বাংলার রেলগুলি শিলিগুড়ি করিডোরের পরিবর্তে নেপাল ভায়া হয়ে বিহারে যাবে !

এছাড়াও নাগপুর থেকে পুনে যাত্রা পথে বেশিরভাগ সময়ই যাত্রীদের ভিড়ের এক লম্বা লাইন দেখা যায় । ফলে যাত্রীদের দারুন অসুবিধার সম্মুখীন হতে হয় । কোনো কোনো সময় তো যাত্রীদের ভিড়ে প্ল্যাটফর্মের টিকিট না পাওয়ায় অধিক টাকা দিয়ে বাসেই যাতায়াত করতে হয় । এতদিন ধরে এই সমস্ত প্ল্যাটফর্মের রুটগুলিতে ট্রেনগুলি চেয়ারকার পদ্ধতিতেই ছিল । স্লিপারকার ট্রেনের কোনো অপশনই ছিল না । তাই ভারতীয় রেল সরকার যাত্রীদের সুবিধার জন্য বেশ কয়েকটি স্লিপারকার ট্রেন বাড়ানোর উদ্যোগ নিয়েছেন । এদের মধ্যে নাগপুর থেকে পুনে যাতায়াতকারী একটি সড়কপথ হতে পারে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছিন ।

রেল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 আগষ্ট Vande Bharat Sleeper Train Express টি উদ্বোধন হবে এবং তার পর দিনই 16 তারিখে ট্রায়াল দেওয়া হবে । শুধু তাই নয় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক-দিনের মধ্যেই এক আলোচনা সভায় এই বাজেট পেশ করার ঘোষণা করে দেবেন । সেই আলোচনা সভাতেই নূন্যতম Semi Bullet ট্রেনের ঘোষণা করে দেবেন । তার পাশাপাশি কোন রুট গুলিতে এই ট্রেনগুলি চলবে তাও ঘোষণা করে দেবেন । সেই সভায় নতুন স্লিপার ট্রেনটি হাওড়া থেকে দিল্লি সহ একাধিক রুট গুলিতে চলবে বলে জানা গিয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 Trackback / Pingback

  1. Ticketless passengers :- কেউ টয়লেট ! কেউ সিটের নিচে ! বিনা টিকিটে যাত্রীদের জন্য করা পদক্ষেপ নিল রেল সরকার ! -

Leave a Reply

Your email address will not be published.


*