US Gold price:- US -CPI ডেটার প্রতীক্ষায় সোনার দরে 2,700$ এর ঊর্ধ্বমুখী প্রভাব । বিস্তারিত জানুন ..

US Gold Price:- গত মঙ্গলবার উত্তর আমেরিকার অধিবেশন চলাকালীন সোনার ধরে ঊর্ধ্বমুখী প্রভাব দেখা দিয়েছে, যা গত 25 নভেম্বরের প্রথম সপ্তাহের চলতে থাকা সোনার দাম 2,700$ এর পাশাপাশি হয় । তবে হলুদ ধাতুর দাম মূলত বাড়বে বলে প্রত্যাশা করা হয়েছে ডিসেম্বরের বৈঠকে অর্থাৎ 1.32% XAU/USD বেড়ে গিয়ে 2,694$ টাকা দাড়ায় ।

আমেরিকান ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের সমীক্ষায় মার্কিন অর্থনীতি অনুসারে, অন্যান্য দেশের বাজারগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনীতির সম্পর্কে ব্যাপক আশাবাদী হয়ে আছেন । তারা প্রতিদিন সোনার দামের উপর নজর রাখছে । তবে বুধবার এবং বৃহস্পতিবার মার্কিন মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হবে, যা ভোক্তা ও প্রযোজক উভয় পক্ষের উপর প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা । কলকাতার বাজারে আবারও বেড়েছে সোনার দাম, চিন্তায় মধ্যবিত্ত । জানুন প্রতি ভরি সোনার দাম কত?

তবে দেশের বিনিয়োগকারীরা অর্থনৈতিক বাজার অনুসারে ও CME Fedwatch ইঙ্গিত দিয়েছেন, যে আগামী 17 থেকে 18 ডিসেম্বরের মধ্যেই মার্কিনফেড সুদের হার কমিয়ে দেবে অর্থাৎ ফেড মার্কেটের দর (86%) অনুযায়ী আগামী দিনগুলোতেই 25 বেসিস পয়েন্ট কম থাকবে বলে জানান ।

অপরদিকে XAU/USD ডলারের অনুমানও বেড়েছে তাই চীনের কেন্দ্রীয় ব্যাংকগুলি তে অপনয়নশীল ধাতুর ক্রয় মূল্যের তুলনায় আবার বৃদ্ধি পেয়েছে । যা চলতি সপ্তাহের ইকোনমিক ডাটার CPI এবং PPI প্রারম্ভিক ফলাফল ঘোষণা করবে ।

বিয়ের মরশুমে সোনার দামে ব্যাপক স্বস্তি! আজ ভারতের বাজারে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কত জেনে নিতে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top