Medical Collage :- বিশেষ উদ্যোগে ত্রিপুরায় ‘মেডিক্যাল কলেজ’ খুললেন শুভেন্দু অধিকারী !

Tripura :-  বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এক বিশেষ উদ্যোগ নিয়ে একই সংগঠনের পরিচালনায় ত্রিপুরায় ‘শান্তিনিকেতন Medical Collage ‘ স্থাপন করতে চূড়ান্তভাবে জোড় দিয়েছেন । সাধারণত এ বছরের গত ২৫ জুন মাসেই এই মেডিক্যাল কলেজ ত্রিপুরা রাজ্যের আগরতলা ও বোলপুর সংলগ্ন এলাকায় স্থাপন করার কথা চলছিল । খবরসূত্রে জানা যায় মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি হিসেবে বাস্তবায়িত হবে । কিন্তু বিজেপির এই সুরকার পরিকল্পনা নিয়ে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের আইনজীবীরা বিভিন্ন প্রশ্ন তুলছেন ।

  গত ৩ বছর আগে বোলপুরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের অনুমোদন না দেওয়ার জন্য সেই সময়কালীন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডুবিয়াকে ভারতের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশেষভাবে দাবি জানিয়েছিলেন । তার দাবির মূল বিষয়টি ছিল খাতায়-কলমে সরকারি দপ্তরে শান্তিনিকেতন Medical Collage পরিচালনার জন্য সংস্থা থাকলেও এর পেছনে তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডলের হাত আছে । যার বিরুদ্ধে গরু পাচার ও কয়লা চুরির মত বেআইনিমূলক কাজগুলির উপর বিশেষভাবে তদন্ত চলছে । বিজেপি শাসক শুভেন্দু অধিকারী একই সংগঠনের পরিচালনায় ত্রিপুরায় ‘শান্তিনিকেতন মেডিকেল কলেজ’ স্থাপন করতে চূড়ান্তভাবে জোড় দিয়েছেন । এও জানা যায় যে আগরতলার সরকারি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালকে বেসরকারি মেডিকেল কলেজগুলি Teaching করানোর জন্য ব্যবহার করছে ।

  এই পরিস্থিতিতে ত্রিপুরার বিজেপি শাসক সুব্রত চক্রবর্তী বলেন , সমস্ত বেসরকারি মেডিকেল কলেজগুলির পরিকাঠামো তৈরি না হওয়া অব্দি তারা  সরকারি হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো গুলি ব্যবহার করতে পারবে । তিনি এও বলেছেন এই ঘটনা অতীতে বামফ্রন্ট সরকার থাকাকালীনও হয়েছিল । তবে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর দেওয়া চিঠিতে ত্রিপুরার বিজেপি শাসক সুব্রত চক্রবর্তী এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি ।

*আরও পড়ুন :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন !

* রাজনীতিবিদদের মতামত প্রকাশ :- 

  ত্রিপুরার সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন , পুরাতন সরকারি হাসপাতালটিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়টি সরকারি তরফে এখনো কোনো রায় অথবা বিল প্রকাশ হয়নি । ওই বেসরকারি কলেজটিতে একই রকম নার্সিং ও ডেন্টাল ক্লিনিক বিশিষ্ট সামগ্রী রয়েছে । এক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজের সামগ্রী সরকারি হাসপাতালে নিয়ে আসতে শুরু করলে রোগীদের সঠিকভাবে চিকিৎসা করানোর জন্য স্থান নিয়ে প্রশ্ন উঠছে জিতেন্দ্র চৌধুরীর । এছাড়াও তিনি আরও বলেছেন , পশ্চিমবঙ্গের (স্বাধীন ট্রাস্ট) নামক সংস্থা রয়েছে যেটি ‘শান্তিনিকেতন মেডিকেল কলেজটি আগরতলার সরকারি হাসপাতালটিকে ব্যবহার করার জন্য ত্রিপুরা সরকারের কাছে বিশেষভাবে দাবি জানিয়েছিলেন ।

  জিতেন্দ্র চৌধুরীর এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেছিলেন , স্বাধীন ট্রাস্টের মূলে রয়েছে জেল বন্ধি অনুব্রত মণ্ডল ও তার চেলা চামুন্ডারা । তাই তিনি বিশেষভাবে জানিয়েছিলেন কোন ভাবেই শান্তিনিকেতন মেডিকেল কলেজের মত সুষ্ঠু হাসপাতালকে এই সংস্থার অধীনে না দেওয়া হোক ।

*পড়তে থাকুন :- 18 July ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় চালক অনিল কুমারের ওপর রেল আধিকারিকদের প্রবল দোষারোপ সৃষ্টি !

  অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই কথা অবলম্বনে জিতেন্দ্র চৌধুরী বলেছেন , যদি শুভেন্দু বাবুর একথা সত্যিই হয় তাহলে একই সংস্থাকে ত্রিপুরায় বেসরকারি মেডিকেল কলেজ চালাতে দেওয়ার বিষয়টিকে নিয়েও দুই-বার ভাবা দরকার । তাই বিরোধী দলনেতার অভিযোগ থাকা সত্ত্বেও , ত্রিপুরায় এক প্রভাবশালী দলনেতার সহায়তায় বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করা সম্ভব হচ্ছে।

  এ ঘটনাকে কেন্দ্র করে মলয় পীড বলেছেন , ” Medical Collage অথবা যেকোনো স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ওপর আমরা কাজ করে থাকি । কাজেই আমরা কোন পার্টির অধীনে কাজ করি না । তাই রাজ্যে যে সরকারই থাকুক না কেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হওয়াটাই আমরা চাই ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

1 thought on “Medical Collage :- বিশেষ উদ্যোগে ত্রিপুরায় ‘মেডিক্যাল কলেজ’ খুললেন শুভেন্দু অধিকারী !”

  1. Pingback: Suvendu Adhikari News :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top