Train Accident (Mumbai) :- মুম্বাইয়ের এক স্টেশনের চলন্ত ট্রেনে স্কেটিংয়ের স্টান্ট করতে গিয়ে Train Accident হয় । প্রথমবারের ভাইরাল হওয়া দেখে দ্বিতীয়বারও স্টান্ট করতে গিয়ে বিপদের সম্মুখীন হন । স্টান্ট দেখাতে গিয়ে তরুণ তার হাত ও পা দুটোই হারিয়ে ফেলে । যুবকের নাম ফারহাত আজম শেখ যিনি মুম্বাইয়েরই বাসিন্দা । ঘটনাটি ঘটেছে 14 জুলাই মুম্বাইয়ের লোকাল ট্রেনে ।
বর্তমান যুগে ভাইরাল হওয়ার জন্য যুবকরা নানা ধরনের পদক্ষেপ নিতে এবং যেকোনো পর্যায়ে যেতে রাজি হয়ে থাকে । ঠিক সেই ভাবেই ফারহাতের মনেও একই রোগ জেগে বসে । তাই ভাইরাল হওয়ার জন্য মুম্বাই বসতি ফারহাত আজম শেখ চলতি ট্রেনের সঙ্গেই স্কেটিং এর মাধ্যমে স্ট্যান্ড করে ভাইরাল হন । কিন্তু প্রথমবারের ন্যায় ভাইরাল হওয়ার পাশাপাশি যখন সে দ্বিতীয়বারের মতো স্টান্ট করতে গিয়ে বিপদের সম্মুখীন হয় । চলন্ত ট্রেনে স্টান্ট করতে গিয়ে Train Accident তাকে হাত-পা দুটোই হারাতে হয় । জানা গিয়েছে , উক্ত ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় 14 জুলাই প্রকাশ্য হয়েছে ।
*আরও পড়ুন :- 18 July ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় চালক অনিল কুমারের ওপর রেল আধিকারিকদের প্রবল দোষারোপ সৃষ্টি !
মুম্বাই বসতি সেই যুবকের চলন্ত ট্রেনে স্টান্টের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেখানে উপস্থিতকারী এক ভদ্রলোক সোশ্যাল মিডিয়ার X হ্যান্ডেলে রেল কর্তৃপক্ষকে ট্যাগ করে সেই পোস্টে লিখেছেন , ” মুম্বাই সংলগ্ন লোকাল ট্রেনগুলিতে এইসব মূর্খ ছেলেরাই স্টান্ট করে , ট্রেনের ভেতরে তারা নাটকীয়দের মতো দেখতে লাগে । এইসব ছেলেদেরকে জেলে থাকা উচিত । ” যেহেতু পোস্টটিতে এল কর্তৃপক্ষকে ট্যাগ করা হয়েছিল । সেক্ষেত্রে , মুম্বাইয়ের অফিসিয়াল X হ্যান্ডেলে সেই পোষ্টের দারুন ভাবে প্রতিক্রিয়া করেন মুম্বাইয়ের DRM তথা Digital Rights Management মন্তব্য করে তিনি বলেন , “এই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ।”
সেই যুবকের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেআইনি মুলক কাজের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ । অতি শীঘ্রই সেই যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে । এর পাশাপাশি রেল দপ্তর বাকি যাত্রীদেরকেও এই রূপ বিপজ্জনক ঘটনার থেকে দূরে থাকতে অনুরোধ জানান । এরপর ওয়াদালার RPF UNIT এর অধীনে মামলা দায়ের করা হয় । ইতিমধ্যেই RPF অর্থাৎ Railway Protection Force কর্মীরা ” চলন্ত ট্রেনে স্টান্ট করতে গিয়ে Train Accident-এ এক তরুণ হাত পা হারিয়েছেন ” এইরুপ তথ্য নিয়ে ব্যাপকভাবে তদন্ত করতে শুরু করেন । তদন্তে সেই যুবকের বাড়ির ঠিকানা পাওয়া যায় ।
*আরও পড়ুন :- শিক্ষার্থীরা কোটা আন্দোলনে মৈত্রী এক্সপ্রেসের পথ অবরোধ করল ! এই পথ অবরোধের কারণ কী ? কেন ? আসুন জেনে নেওয়া যাক !
ইতিমধ্যেই রেলের RPF কর্মীরা তার বাড়িতে গেলে , কথোপকথনে ফারহাত বলে ওঠেন – ” স্টান্টের ভিডিওটি এ বছরেই গত 7 মার্চ ভিডিও স্যুট করা হয়েছিল । কিন্তু লোকেদের নজর কাড়তে সোশ্যাল মিডিয়ায় 14 জুলাই আপলোড করা হয়েছিল ।” উল্লিখিত বিপজ্জনক ঘটনাটি পুরোপুরি প্রকাশ্যে আসলে পরে রেলপুলিশ এই রকম বেআইনি মূলক কাজের বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা জারি করা হয়েছে ।