Suvendu Adhikari :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন !

Suvendu Adhikari ( Delhi ) :-শনিবার এক আলোচনা সভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বিজেপি হারিয়ানা কেন্দ্রের নির্বাচিত মুখ্যমন্ত্রী নয়াব সিং এর নেতৃত্বে তিনি নিজেই লড়বে । অমিত শাহ এই বিজেপি দলটির উপর ভরসা করে আরও বলেছেন একটানা টানা তিন বার জয়ী হওয়া এই দলটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার হারে আবারও ফিরে আসবে ।

১.৫. লোকসভা ভোটপর্ব শেষ হতেই সামনে চলে আসছে বিধানসভা ভোটপর্ব । ২০১৯ সাল থেকে হরিয়ানায় বিজেপি সরকার পুরো লোকসভাকেই ধরাছোঁয়া দিয়েছে । তবে ২০১৯ সালে ক্লিন স্যুইপ পার্টির চল ছিল এক্ষেত্রে ২০১৪ সাল থেকে সমগ্র পার্টিকে ধরে রাখতে গেরুয়া শিবিরকে আপন করে নিতে হয়েছিল । সেই স্থান থেকে আগামী বিধানসভা ভোটে অমিত শাহ ” একলা চলো রে ” নীতিতে হাঁটবে বলে জানিয়েছেন । অপরদিকে হরিয়ানার বিধানসভা নির্বাচনের জন্য নায়েব সাইনীর ওপর ভরসা রেখে ভোটপর্ব লড়বেন ।

*আরও পড়ুন :- বিশেষ উদ্যোগে ত্রিপুরায় ‘মেডিক্যাল কলেজ’ খুললেন শুভেন্দু অধিকারী !

২.৫. এ বছরের হরিয়ানা লোকসভা ভোট পর্ব শেষ হওয়ার পর আগামী বিধানসভা ভোট পর্ব লড়াইয়ের জন্য নায়াব সায়নীর ওপর নির্ভর করে আছে বিজেপি । গত ২০১৪ সাল থেকে মনোহরলাল খট্টর হরিয়ানায় একটানা মুখ্যমন্ত্রী পদে ছিলেন । তারপর মুখ্যমন্ত্রী পদে বসে নায়াব সাইনী । তাই বিজেপি সরকার নায়াব সাইনীকে দীর্ঘদিনের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসানোর মন্তব্য করেন । কিন্তু এরপর লোকসভা ভোটে সে রাজ্যে বিপর্যয়ের ছায়া নেমে আসে ।

৩.৫. অমিত শাহ বিধানসভা ভোট পর্ব লড়াইয়ের জন্য সেই দলটিকে দৃঠভাবে চালানোর জন্য এক কৌশল সংযুক্ত করেন এবং তিনি জানান আগামী বিধানসভা ভোট পর্বে দলটি একলা পথে হাঁটবে । ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় ব্যর্থ হওয়ায় দলটি ভারতীয় জনতা পার্টির সাথে জোটবদ্ধ হয় এবং দুষ্মন্ত চৈতালাকে উপমুখ্যমন্ত্রীর আসনে নিয়োগ করেছিলেন ।

*পড়তে থাকুন :- *বাংলাদেশ বাসিন্দাদের জন্য নূন্যতম ই মেডিকেল ভিসা চালু করছে ভারত সরকার …

৪.৫. এরপর নায়াব সাইনী লোকসভা ভোট পর্বে মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার পরেই লোকসভা নির্বাচনের আসন নিয়ে এক বিরাট বিরোধ সৃষ্টি হয় । ফলে লোকসভা নির্বাচনে জোটবদ্ধ দলটিকে বরখাস্ত করা হয় । অমিত সাহ লোকসভা কেন্দ্রের সকল সদস্যদের জানিয়ে দেন যে – ” মন থেকে বিবাদ/সন্দেহ দূর করে দিন , আমরা কারোর সাথে যাব না । আমাদের কোন সংগঠনের সাহায্য লাগবে না , পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সাথে বিজেপি সরকার স্থাপন করব । আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নায়াব সাইনীর ওপর ভরসা রেখেই আগামী বিধানসভা ভোটপর্ব জয়ী হব ।

৫.৫ এছাড়াও হরিয়ানায় জনগনেরা সমর্থনকারী বিজেপির দলীয় স্বরাষ্ট্র মন্ত্রীদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । পাশাপাশি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বারের মতো এবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

2 thoughts on “Suvendu Adhikari :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন !”

  1. Pingback: Hemant Soren :- জেল থেকে বেরোতেই ফের আরও একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে হেমন্ত সোরেন ! ইস্তফা দিলেন চম্পাই স

  2. Pingback: Medical Collage :- বিশেষ উদ্যোগে ত্রিপুরায় 'মেডিক্যাল কলেজ' খুললেন শুভেন্দু অধিকারী !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top