Special Train (হাওড়া) :- রাজ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার শিক্ষার্থীদের জন্য যাতায়াতের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন স্টেশন গুলিতে সর্বমোট 44 টি স্পেশাল ট্রেনের পরিকল্পনা নিয়েছে পক্ষ পূর্ব রেল কর্তৃপক্ষ । যার জন্য পিএসসি ক্লারশিপ পরীক্ষায় শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট টাইমে হয়রানিকে উপেক্ষা করে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে । রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে এক আশ্বাস তৈরি করেছে ।
রাজ্যের কলকাতা হাওড়া শিয়ালদা সহ আরো অন্যান্য স্টেশনগুলিতে 44টি স্পেশাল ট্রেন ব্যবস্থাপনা নেওয়া হয়েছে । শনিবার অর্থাৎ 16 নভেম্বর থেকে এই লোকাল ট্রেন গুলির চলাচল শুরু হবে । যেখানে আজ 12 একটি স্পেশাল লোকাল ট্রেন চলাচল করবে এবং আগামী রবিবার বাকি 32 টি লোকাল ট্রেন চলাচল করবে ।
খবর মাধ্যমে জানা গিয়েছে, রাজ্যে এই সমস্ত স্পেশাল ট্রেনগুলি চলাচলের সময় অন্যান্য বিশেষ কিছু ট্রেনগুলি চলাচল বন্ধ থাকবে । এছাড়াও মশাগ্রামে অন্যান্য কাজের জন্য হাওড়া- বর্ধমান যাতায়াতকারী মেল ও কর্ড লাইনের একগুচ্ছ ট্রেন চলাচল বন্ধ থাকবে । তাই পরীক্ষা চলাকালীন শনিবার ও রবিবার দুই দিনই হাওড়া- বর্ধমান মেইল ও কর্ড লাইনের একগুচ্ছ লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে । তাই পূর্ব রেল কর্তৃপক্ষ সরকারের অধীনে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য শনিবার 12 টি এবং রবিবার 32 টি Special Train করা হচ্ছে । তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন লাইনে কোন কোন ট্রেন চলাচল করবে ।
1. হাওড়া- বর্ধমান- হাওড়া কর্ড লাইনে চলাচল করবে ।
2. হাওড়া- বর্ধমান- হাওড়া ওপর ট্রেনটি মেন লাইনে চলাচল করবে ।
3. হাওড়া – মেমারি- হাওড়া কর্ড লাইনে চলাচল করবে ।
4. ব্যান্ডেল- মেমারি- ব্যান্ডেল মেন লাইনে চলাচল করবে ।
5. হাওড়া- ব্যান্ডেল- হাওড়া মেন লাইনে চলাচল করবে ।
6. হাওড়া- শ্রীরামপুর- হাওড়া কর্ড লাইনে চলাচল করবে ।
7. হাওড়া- শেওড়াফুলি- হাওড়া মেন লাইনে চলাচল করবে ।
8. হাওড়া- বারুইপাড়া-হাওড়া মেন লাইনে চলাচল করবে ।
* PSC ক্লার্কশিপ পরীক্ষার সময়সীমা :-
1. PSC পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার সময়সীমা ১৬ নভেম্বর এবং 17 নভেম্বর পর্যন্ত রয়েছে ।
2. পরীক্ষার সময়সীমা রয়েছে সকাল 09:30 মিনিট থেকে সকাল 11:00 টা পর্যন্ত ।
3. অপরদিকে আরও একটি সময় রয়েছে দুপুর 02:30 মিনিট থেকে বিকেল 04:00 টা পর্যন্ত ।
ট্রেনে আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে থাকলে, TTE -কে জানাতে নিম্নলিখিত SMS গুলি করুন !