Shealdah Railway Station :- লাইন শিকলে বাঁধা ! রাত 8 টার পর ‘সাউথ’ লাইনে চলাচল বন্ধ ! জনগণের সুবিধার্থে বাসের পরিকল্পনা !

Shealdah Railway Station

Shealdah Railway Station :- ভারতীয় রেল দপ্তরের অধীনে শিয়ালদা রুটে চলাচলকারী বেশিরভাগ লোকাল ট্রেনগুলির রাত 8টার পর থেকে চলাচল বন্ধ করে দেওয়া নির্দেশ দিয়েছেন । যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা বাসের পরিকল্পনা নিয়েছে রেল সরকার । যার জন্য বেশিরভাগ ট্রেন লাইনগুলিতে শিকল দিয়ে বাঁধা রয়েছে । তবে লোকমুখে প্রশ্ন, ট্রেন লাইন গুলিকে শিকল দিয়ে বাঁধার মূল কারণ কি ?

ভারতের অন্যান্য স্টেশন গুলির তুলনায় শিয়ালদা স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন । সকাল থেকে রাত অবধি সমগ্র স্টেশন লোকের ভিড়ে পরিপূর্ণ হয়ে থাকে । তবে বৃহস্পতিবারের দৃশ্যটা একেবারেই আলাদা । ঝড় আসার আগেই স্টেশনটি খালি হয়ে যায় । শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম গুলিতে না দেখা যাচ্ছে লোক, না দেখা যাচ্ছে ট্রেনের যাতায়াত ।

আবহাওয়া সূত্রের খবরে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার Cyclone ঝড়ের সম্ভাবনা রয়েছে । এর জেরে রেল সরকারের অধীনে রাত 8টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত দক্ষিণ শাখার অন্তর্গামী শিয়ালদা ও হাসনাবাদ স্টেশনের রুটগুলিতে ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সাইক্লোনের আতঙ্কে যাত্রীরা তাদের চলাচল বন্ধ করে দিয়েছে ।

আবারও এক ট্রেন দুর্ঘটনা ! লাইনচ্যুত অবস্থায় মহারাষ্ট্রের (নাগপুর) শালীমার এক্সপ্রেসের !

তবে বিশেষভাবে কর্মক্ষেত্রে বেশিরভাগ যাত্রীরা সর্বদাই রাতে যাতায়াত করে । রেলসরকারের এই পরিকল্পনা নেওয়ায় যাত্রীদের যাতায়াতে বিশেষ অসুবিধা ভোগ করবেন । এইসব সমস্যার পরিপ্রেক্ষিতে রাজ্য পরিবহন দপ্তর যাতায়াতের জন্য বিশেষ সার্ভিস চালু করেছেন । শিয়ালদা ও হাসনাবাদ স্টেশনের যে সমস্ত রুটগুলিতে রাত 8টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । সেই সব রুটগুলিতে চলাচলের জন্য স্টেশনের বাইরে বাসের ব্যবস্থা প্রস্তুত রয়েছে । রাজ্যের শিয়ালদহ ও হাওড়া স্টেশন মিলিয়ে মোট 20 টি বাসের ব্যবস্থা রয়েছে ।

সাইক্লোন ঝড়ের আতঙ্কে রাজ্যের বিভিন্ন স্টেশনের ট্রেনগুলিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে । শিয়ালদা ও হাওড়া সহ পাণ্ডুয়া স্টেশনেও এই ছবি প্রকাশ পেয়েছে । সূত্রে জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার পান্ডুয়া স্টেশনে একটি দূরপাল্লার খালি ট্রেন গিয়ে দাঁড়ায় এবং সেই ট্রেনের চাকা শিকল দিয়ে বেঁধে রাখা হয় ।

কেরালাকে বাদ দিয়ে ভারতের 26 টি রুটেই কেন অমৃত ভারত এক্সপ্রেসটি ছুটছে ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top