Rickshaw Driver Bhajan Singh:-মাত্র দুই’ মিনিটে হাসপাতালে পৌঁছিয়ে 11,000 টাকা পেলেন বান্দ্রার ভজন সিংহ । জানুন বিস্তারিত …

Rickshaw Driver Bhajan Singh:- ছুরির আঘাতে পিঠের ক্ষত জায়গা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে । পরনে তার সাদা কুরতা রক্তে ভেসে লাল হয়ে যায় । এমন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তার ধার থেকে ডাকা একজন অটোওয়ালাকে । এরপর তাকে হাসপাতালে পৌঁছে 11,000 টাকা পেলেন অটোচালক ভজন সিংহ ।

সময় তখন বুধবার রাত 2.30 থেকে 3.00 টের মধ্যে । এমন সময় বান্দ্রা লিঙ্কিং রোডের গলি দিয়ে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন । এমনমই হঠাৎ Saif Ali Khan ও করিনা কপূরের বাসভবন ‘সৎগুরু শরণ’ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যাওয়ার সময় একজন মহিলাকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেন । দেখেন মহিলাটি চিৎকার করছেন “রিকশা! রিকশা’’ বলে ।

এরপর বাড়ির ভেতর থেকেও কজনের চিৎকার শুনতে পান Rickshaw Driver Bhajan Singh । এরূপ অবস্থা দেখে তিনি তার গাড়ি ঘুরিয়ে বাড়ির সামনে রাখেন । এরপর সইফ তার নিজের পরিচয় দিয়ে অনুরোধ করেন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য । ইতিমধ্যেই তিনি সইফের কথা গ্রহণ করে দ্রুতগতিতে বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যান । এরপর তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য নগদ 11,000 টাকা দেওয়া হয় ।

পরিস্থিতির গুরুত্ব বুঝে মাত্র দু’মিনিটের মধ্যে সইফকে হাসপাতালে পৌঁছে দেন ভজন । পুরস্কার গ্রহণ করার পর ভজন বলেন, ‘‘তখন আমার একমাত্র লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া । সেই কাজটাই আমি করেছি । তখন তো বুঝতেও পারিনি যে, এত বড় অভিনেতা আমার অটোতে উঠেছেন ।

এমনকি সেই সময়ে তার কাছ থেকে প্রাপ্য ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি । এমন সংকটজনক পরিস্থিতিতে কারও সাহায্য করতে পারা নিজেই এক ধরনের পুরস্কারের মতো ।’’

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top