Rathyatra Railway Services :- জগন্নাথ মন্দিরের রথযাত্রা দর্শনে চালু হচ্ছে 2 টি স্পেশাল ট্রেন ! ইতিমধ্যেই টিকিট কেটে জগন্নাথ ধামের রথযাত্রায় অংশীদার হন !

Rathyatra Railway Services ( Jagannath Dham ) :- আর মাত্র দুদিন পরেই রথযাত্রা । জগন্নাথ ধামের পুরী দারুন ভাবে সেজে উঠেছে । এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ ওড়িশা সমেত বাঙালি রাজ্যগুলিকেও হৃদয়ের বন্ধনে বেঁধে রাখে এই রথযাত্রা । প্রতিবছরই ভক্তরা তিন ভাই বোন তথা – জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দর্শনের জন্য VIP পরিষেবার সুযোগ পান । রথ যাত্রার এই দৃশ্য দেখার জন্য বছর ধরে প্রত্যেক বাঙালির মন ব্যাকুল হয়ে থাকে । কিন্তু এবার থেকে রথ যাত্রার দিন কোনরকম VIP সুযোগ-সুবিধা থাকবে না । রেল কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞা জারি করায় মন্দির কর্তৃপক্ষরাও বেশ খুশি প্রকাশ করেন ।

১.৫. রথ যাত্রার এই উৎসবটি বাঙালির আবেগকে দারুন ভাবে জড়িয়ে রাখে । তাই প্রতিবছর কলকাতা থেকে পুরীগামী সকল ট্রেনের টিকিট পাওয়াই অসম্ভব হয়ে দাঁড়ায় । এমনকি এবছরও কোনো পরিবর্তন হয়নি । তাই গত 5 জুলাই শিয়ালদা থেকে পুরী দুরন্তগামী [ 22201 ] নং ট্রেনটিতে স্লিপার ক্লাসের waiting list এ 93 , তৃতীয় শ্রেণীর বগির waiting list এ 29 , দ্বিতীয় শ্রেণীর বগির waiting list এ 16 জনের ক্যাপাসিটি থাকায় বহু ভক্তবৃন্দদের ট্রেনের টিকিট পাওয়াই মুসকিল হয়ে দাঁড়িয়েছিল ।

*আরও পড়ুন :- রীতিমতো পয়সা উসুল ! ভিস্তা ডোমের সাথে পাহাড়ের সৌন্দর্যের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করুন …

২.৫. তাই জনগণের এই সমস্যা দূর করতে পূর্ব রেলসরকার 6 ও 13 জুলাই শিয়ালদা থেকে খুরদা রোড যাওয়া পুরিগামী [ 03101 ] নং নূন্যতম ট্রেনটি চালু করেছে । যেটি শিয়ালদা থেকে রাত 12.05 মিনিটে ছাড়বে এবং সেই দিন সকালেই 8.30 মিনিটে খুরদা রোডে এসে থামবে ।

৩.৫. অপরদিকে 8 ও 11 জুলাই আরও একটি মালদা থেকে মালতিপাতপুর যাওয়া [ 03419 ] নং ট্রেনটিও চালু করেছে । যেটি কিনা মালটা টাউন থেকে সকাল 9.30 মিনিটে ছাড়বে এবং পরের দিন ভোর 3.55 মিনিটে মালতিপাতপুরে গিয়ে থামবে । খুরদা রোড ও মালতিপাতপুর স্টেশন দুটি পুরীর খুবই কাছের স্টেশন । ফলে যাত্রীরা রথযাত্রায় পুরী ভ্রমণের জন্য অনায়াসেই টিকিট পাবে বলে আশা করে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

*আরও পড়ুন :- ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এক দারুন বিকল্প ভিত্তিক রেল সড়ক বানাবে …

৪.৫. পুরীর জগন্নাথ ধামের মনোজিৎ নামক কমিটির সদস্য মাধব পূজাপান্ডা জানিয়েছেন , এ বছর রথযাত্রা, নেত্র উৎসব সহ নব যৌবন বেশ সমেত তিথিগুলি একই দিনে পড়েছে । এরপর স্নানযাত্রার 15 দিন পরেই শুরু হতে চলেছে আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি । তাই সকলের সিদ্ধান্তে এবার আর মন্দিরে প্রবেশ করে জগন্নাথ ঠাকুরের নবযৌবন বেশ দর্শন করবেন না ভক্তবৃন্দরা । জগন্নাথ দেবের রথ ভ্রমণের অনুষ্ঠানের টিকিটও বিকৃত হবে না ।

৫.৫. অন্যদিকে ওই রাজ্যের মন্ত্রী হরিচন্দন জানিয়েছেন , রথ যাত্রায় সকল প্রকার সরঞ্জাম বিশ্লেষণ করতে মুখ্যমন্ত্রী মোহন মাঝি মঙ্গলবার পুরীতে যাবেন । তবে রথ যাত্রার প্রস্তুতি নিয়ে গত সোমবার পুরীর মন্দির কমিটির চেয়ারম্যান দিব্য সিনহার দেবের সাথে মুখ্যমন্ত্রীর এক বৈঠক সভায় এই বিষয়ে আলোচনা হয় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Rathyatra Railway Services :- জগন্নাথ মন্দিরের রথযাত্রা দর্শনে চালু হচ্ছে 2 টি স্পেশাল ট্রেন ! ইতিমধ্যেই টিকিট কেটে জগন্নাথ ধামের রথযাত্রায় অংশীদার হন !”

  1. Pingback: Mumbai weather live update :- আগামী কয়েক ঘণ্টায় প্রবল জোয়ার সহ ভারী বৃষ্টির জন্য IMD মুম্বাই পার্শ্ববর্তী এলাকাব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top