R G kar Hospital News :- কলকাতা হাইকোর্টের নির্দেশনায় গত মঙ্গলবার রাজ্যের প্রায় 8 জন জুনিয়র চিকিৎসকদের বহিষ্কার ও সাসপেনশন রিপোর্ট ঘোষণা করেন । যদিও রাজ্যের সেই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা হাইকোর্টের উক্ত দাবিকে চিকিৎসকরা অস্বীকার করেন । তবে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে আছে চিকিৎসকদের সাসপেনশন ।
এরই মাঝে আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের নিয়ে এক বিরাট উত্তেজনার সৃষ্টি হয়েছে । গত মঙ্গলবার রাজ্যের জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিতে এসে এক বিরাট বিক্ষোভের সম্মুখীন হতে হয় । হাসপাতালে ঢুকতেই তাদেরকে ঘিরে বিরাট শ্লোগান শুরু হয় । দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেই স্লোগান । যদিও হাইকোর্টের উক্ত দাবিকে রাজ্যের জুনিয়র স্টুডেন্টরা অস্বীকার করেছেন ।
গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের নির্দেশনায় রাজ্যের প্রায় 8জন চিকিৎসকদের বহিষ্কার ও সাসপেনশনের রিপোর্ট জারি করা হয় । মাসের শুরুতে 5 অক্টোবর, শনিবার এক নোটিস সূত্রে আদালতের উক্ত স্থগিতাদেশ জারি করা হয়েছিল ।
‘পরীক্ষার হলে কেউ ঘাড়ও ঘোরাতে পারবে না’ ! চূড়ান্ত সিদ্ধান্ত মমতার !
চিকিৎসকদের পক্ষে আইনজীবী অর্কপভ সেন শীর্ষ আদালতে দাবি করেন , রাজ্যের 8 জন চিকিৎসকদের কোন কারণ ছাড়াই Suspend করা হয়েছে । “অর্ডারে লিখিত নেই কোন বিষয়ে , কোন কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে । এমনকি তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল তাও উল্লেখ করা হয়নি ।”
আদালতের বহিষ্কার ঘোষিত চিকিৎসকরা এদিন সকালে আর জি কর মেডিকেল কলেজে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে আসেন । ইতিমধ্যে খবর পেয়ে একাধিক Junior Doctor হাসপাতালের পিডিবি বিল্ডিংয়ে জড়ো হয়ে যায় । এরপর অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার সময় তাদেরকে ঘিরে স্লোগান চলতে থাকে । দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেই স্লোগান । উক্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আর জি কর কলেজের কাউন্সিল বৈঠকে বসেন ।
উক্ত বৈঠক সভায় জুনিয়র চিকিৎসক ডঃ শিরীষ চক্রবর্তী বলেন, “আদালতের পরিপ্রেক্ষিতে আমাদের বিরুদ্ধে যেই সমস্ত আন্দোলন চলছে, এসবই ফেক রিপোর্ট । আমাদের কিছু সংখ্যক (8 জন) চিকিৎসকদেরকে আড়াল করে অপপ্রচার চালানো হচ্ছে যে, ‘এরা থ্রেট কালচার চালায়।’
রাজ্যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো ! দেড় মাস পর হাইকোর্টে আবারও মামলার শুনানি ঘোষণা !