R G kar Case :- ফের আবারও মিছিলের ডাক ! সিবিআই তদন্তে আরজিকর কান্ডের প্রকাশ্যে শেষ রিপোর্ট ঘোষণা !

R G kar Case (কলকাতা) :- গতকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শেষ শুনানি ঘোষণা করা হয় । সিবিআই এর তরফ থেকে আদালতে আরজিকর মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর উক্ত মামলার উপর করা তদন্ত চালিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয় । এরপর আদালতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2 টি ক্যাটাগরিতে টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ করা হয় । যেখানে হিংসা ও শারীরিক লাঞ্ছনা সম্পর্কিত প্রস্তাব পেশ করার রিপোর্ট জারি করা হয় ।

R G kar Case .

রাজ্যের প্রধান বিচারপতি আদালতের কাছে দাবি করেন, আর জি কর কাণ্ডের প্রতিবাদে অপরাধীর উপর উক্ত মামলার টাস্কফোর্স রিপোর্ট যেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি গ্রহণ করে । এরপর তার অধীনে রাজ্যের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মুখ্য সচিব এর কাছে রিপোর্টের কপি পাঠানো হয় যেখানে রাজ্যের মুখ্য সচিবরা নিজেদের মতামত পেশ করতে পারেন । রাজ্যের প্রধান বিচারপতির উক্ত নির্দেশনা পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে গোটা উক্ত মামলার শেষ শুনানির বার্তা ঘোষণা করেন ।

R G kar Case প্রতিবাদে আইনজীবী কপিল সিব্বল বলেন, উক্ত মামলার আসামি ইতিমধ্যেই শাস্তি পাক । পাশাপাশি দিল্লি এইনস এর ডাক্তারদের আইনজীবী বলেন, বিগত 90 দিন ধরে উক্ত মামলার বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু আদালতের পরিপ্রেক্ষিতে কোনরকম রায় শোনা যায়নি ।

দালত থেকে বেরিয়ে সঞ্জয়ের মন্তব্য- “আমি খুন-ধর্ষণ কিছুই করিনি, আমার মুখ বন্ধ করে রাখা হয়েছিল !”

বিগত 90 দিন ধরে আরজিকর মামলার কোনরকম শুনানি পেশ না করার পরিপ্রেক্ষিতে আবারো জুনিয়র ডাক্তারদের মিছিলের ডাক ওঠে । যেখানে বলা হয়েছে আগামী 9 নভেম্বর, শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল হতে চলেছে ।

এই মিছিলে আরজিকরের পাশাপাশি সিবিআই এর তদন্তের ওপরও প্রশ্ন উঠছে । পাশাপাশি সেই আন্দোলনে থাকছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকের রহস্যময় মৃত্যু, এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যু প্রমুখ ডাক্তারদের নাম উল্লেখ করা হয়েছে ।

নিয়ম না মানলেই বাতিল লক্ষ্মীর ভান্ডার একাউন্ট ! ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নিয়ম !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top