NEET :- রাজ্য সরকার ডাক্তারি পড়ার জন্য NEET পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো রকম বয়সের সীমা রাখেনি । তাই তো 64 বছর বয়সী ব্যক্তি জয়কিশোর প্রমাণ করে দিলেন নীট পরীক্ষায় পাশ করে । যিনি পূর্বে ব্যাংকের চাকরি করতেন । তবে তিনি গত কয়েক বছরের মধ্যে রিটায়ার নিয়েছেন ।
স্বপ্ন পূরণের ক্ষেত্রে বয়স কোনো ক্ষেত্রেই বাঁধা হয়ে থাকতে পারে না । যা প্রমাণ করে দিলেন 64 বছরের ব্যাংকের কর্মী জয়কিশোর । যিনি গত কয়েক বছরে ব্যাংকের চাকরী থেকে রিটায়ার নিয়েছেন । তবে যেই সময়ে সরকারি কর্মীরা রিটায়ার নিয়ে অবসরপ্রাপ্ত হয়ে যায় , ঠিক সেই সময়ই জয়কিশোর 2020 সালে নীট পরীক্ষায় পাশ করেন । যা কিনা তার জীবনে ডাক্তারি হওয়ার কঠিনতর ধাপটি উত্তীর্ণ করতে সফল হন ।
2020 সালে সর্বভারতীয় প্রবেশিকা ( NEET ) পরীক্ষায় পাশ করে ডেপুটি ম্যানেজার হিসেবে অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি তার স্বপ্নের পেছনে ছুটতে শুরু করেন । ফ্যামিলি সামলানোর পাশাপাশি তিনি তার স্বপ্ন পূরণের জন্য ONLINE কোচিং এও ভর্তি হন ।
স্বপ্ন পূরণের জন্য নীট পরীক্ষায় পাশ করার জন্য দিন-রাত এক করে পড়াশোনা করতে শুরু করেন । অবশেষে তার কঠোর পরিশ্রমের পরিপ্রেক্ষিতে তিনি NEET পরীক্ষায় পাশ করে Veer Sundar Sai Institute Of Medical Science College এ ভর্তি হওয়ার সুযোগ পান । নীট পরীক্ষায় পাশ করে জয় কিশোর দেখিয়ে দিলেন যে , ভারত সরকারের সিদ্ধান্ত কোনো মতেই ভুল হতে পারে না ।
স্বপ্ন পূরণের ক্ষেত্রে বয়স কোনো ক্ষেত্রেই বাঁধা হয়ে থাকতে পারে না । যে দেশে বয়সের কারণে লক্ষ্য লক্ষ্য মানুসের শিক্ষা অর্জনের রাস্তা অবরোধ তৈরি করে , সেইখানে 64 বছরের ব্যাংকের রিটায়ার নেওয়া জয়কিশোর নীট পরীক্ষায় পাশ করে তা ভুল প্রমাণ করলেন ।