Navratri 2024 ( পাটনা,মাসৌরি ) :- পাটনার মাসৌরিতে নবরাত্রির আগের দিনই সতর্ক মোডে নজরদারি পুলিশ প্রশাসনের । নগরীতে ফ্ল্যাগমার্ক করে পুলিশ প্রশাসন জনগণদের কড়া নির্দেশ দিয়েছেন, তারা বলেন দুর্গাপূজোর সময় কোন ধরনের DJ অথবা অশ্লীল গান বাজলেই সরকারি পদক্ষেপ নেওয়া হবে ।
সামনেই আসতে চলেছে নবরাত্রি । গ্রাম ও শহরের অলি গলিতে দুর্গাপূজার মন্ডপ সাজানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে । তবে পুজো কমিটির বাইরের জনগণদের একটু সংগ্রাম করতে হবে । কারণ, পুজো চলাকালীন ভুলবশত যদি কোন ধরনের DJ অথবা অশ্লীল গান বাজানো হয়, তাহলে তাদের শাস্তি পেতে হবে । এরই জন্য পার্টনার পূজা মণ্ডপ গুলিতে সরকারি পুলিশকর্মীরা প্রস্তুতি নিচ্ছে ।
নবরাত্রির দিনে এই ধরনের গানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্কতা জারি করেছে । চলতি বছরের 30 সেপ্টেম্বর সোমবার রাতে পুনপুন এবং মাসৌরীতে আইন শৃঙ্খলার বিষয়ে একটি পতাকা মিছিল শুরু করেন । ওই মিছিলে সেই অঞ্চলের ডিএসপি কানহাইয়া সিং অংশগ্রহণ করেছিলেন ।
সেই মিছিলে ডিএসপি কানাইয়া সিং কিছু বক্তব্য প্রকাশ করেন , তিনি বলেন নবরাত্রি সময় দুর্গা পুজোর মণ্ডপ গুলিতে কোন ধরনের অশ্লীল অথবা DJ গান বাজানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না হবে । এমনকি প্রশাসনের অনুমতি ছাড়া যদি কোনো পুজোকমিটি কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, তাহলে সেই পুজো কমিটির লোকজনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে । যেহেতু , একদিন বাদেই শুরু হতে চলেছে নবরাত্রি । এই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন নিরাপত্তার ব্যবস্থাকে আরও জোরদার করার প্রস্তুতি নিয়েছেন ।
বিগত বছরগুলিতে নবরাত্রির সময় দূর্গাপুজোর জন্য অন্য একটি প্যান্ডেল তৈরি করা হয় এবং উচ্চ শব্দে ভোজপুরি অথবা অশ্লীল গানও বাজানো হয় । তাই এসবের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবছর করা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছেন । তাই যদি কোন দুর্গা মন্ডপে ভুলবশত অশ্লীল গান বাজানো হয় তাহলে পুলিশ প্রশাসন সেই কমিটির সদস্যদের উপর করা পদক্ষেপ নেবেন এমনকি তারা জেলেও যেতে পারেন ।
Pingback: Mamata Banerjee :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিশ্বের সামনে কি বক্তব্য প্রক