Modi-Trumph Friendship :- “ভারত আমার সত্যিকারের বন্ধু !” মোদির সঙ্গে ফোনকলে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশংসা !

Modi-Trumph

Modi-Trumph Friendship :- মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প জিত হাসিল করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় তিনি বলেন, “ভারত একটি দারুন দেশ, নরেন্দ্র মোদি একজন দারুন মনের মানুষ ।” পাশাপাশি নরেন্দ্র মোদীর সাথে ফোনকলে এও বলেছিলেন যে, “তিনি গোটা ভারতকে ও মোদিকে সত্তিকারের বন্ধু মনে করেন ।”

Modi-Trumph Friendship.

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিত হাসিল করলেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প । ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি তাকে ফোন কলে শুভেচ্ছা জানান । পাশাপাশি ফোনের ওপার থেকেও ভারত ও নরেন্দ্র মোদির কাছে দারুন প্রশংসনীয় বক্তব্য উঠে আসে । তবে ট্রাম্পের জয়ের পর সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে ফোন করেছিলেন ।

খবর মাধ্যমে জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের জিত হাসিলের পর সর্বপ্রথম নরেন্দ্র মোদিই তাকে ফোন করেছিলেন । উক্ত ফোনালাপে নরেন্দ্র মোদী ট্রাম্পকে শুভেচ্ছা জানান । এরপর তারা ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যেই সম্পর্কের ভিত্তিতে ‘বিশ্ব শান্তি’ নিয়ে আলোচনা করেন । এরপর ফোনের ওপার থেকে ট্রাম্প মোদির প্রশংসায় বলেন, “ভারত একটি দারুন দেশ, নরেন্দ্র মোদি একজন দারুন মনের মানুষ, গোটা বিশ্ব নরেন্দ্র মোদিকে ভালোবাসে ।” পাশাপাশি মোদীর উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, “আমি মোদিকে এবং ভারতকে সত্যিকারের বন্ধু মনে করি ।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একমাত্র ব্যক্তি, যিনি নির্বাচনে জিত হাসিলের পর সর্বপ্রথম আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ।

বুর্জ খলিফার শীর্ষে ‘মিস্টার বিস্ট’ এর করা ভাইরাল ভিডিও! ভিডিও স্যুট নেটিজেনদেরব্যাপক নজর কাড়ছে!

‘দয়া করে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখুন !’ আদানির কাছে সময় ভিক্ষা ইউনুস সরকারের !

মার্কিন যুক্তরাষ্ট্রের উপনির্বাচন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আলাপ-আলোচনায় নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ার X হ্যান্ডেলে একটি ছোট্ট বিবৃতি দিয়ে লিখেছেন, উক্ত ফোনালাপে উপনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে তার জিৎ হাসিলের শুভেচ্ছা জানাচ্ছি । দেশের নানান ধরনের উন্নতমানের প্রযুক্তি, প্রতিরক্ষা বাহিনী, শক্তি, মহাকাশ এবং অন্যান্য যান্ত্রিক বিষয়ের ক্ষেত্রে ভারত ও মার্কিনের সঙ্গে সম্পর্ক পুনরায় জোরদারভাবে একসঙ্গে কাজ করার পরিকল্পনা প্রকাশ করেছি ।

তবে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর আগের দিন ভোটের ফলাফলের TREND সামনে আছে এবং সেখানে দেখা যায় আমেরিকার রিপাবলিকান পার্টির নেতা Donald Trumph এবং ডেমোক্রেটিক পার্টির নেতা কমলা হ্যারিসের মধ্যে প্রবল হাড্ডাহাড্ডি লড়াই চলছে । লড়াইয়ের পর দেখা যায় ট্রাম্প হ্যারিসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যায় ।

ট্রাম্পের এই অগ্রগতির পরিপ্রেক্ষিতেই নরেন্দ্র মোদির তরফ থেকে X হ্যান্ডেলে ট্রাম্পের উদ্দেশ্যে একটি পোস্টে বলা হয়, “ঐতিহাসিক নির্বাচনে জিত হাসিলকারী ট্রাম্পকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই ।” আপনার আগামী দিনের সাফল্যের ওপর ভিত্তি করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি, প্রতিরক্ষা বাহিনী, শক্তি, মহাকাশ এবং কৌশলগত যান্ত্রিক বিষয়কে শক্তিশালী করার জন্য পুনরায় আমরা সহযোগিতায় প্রস্তুত ।” তাই চলুন একত্রিত হয়ে আমরা দুই দেশের মধ্যে বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্য কাজ করি ।

“জিতল কে ট্রাম্প না হ্যারিস?” এখুনি জেনে নিন 2024 সালের মার্কিন নির্বাচনের ফলাফল !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top