Madhya Pradesh:- এদিন মধ্যপ্রদেশের এক গ্রামে হওয়া ভিডিও সমাজ মাধ্যমে দারুন ভাবে প্রকাশিত হচ্ছে । যেখানে সিঁড়িতে বসে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের তিন নাবালক চলতে থাকা এক যুবককে দাঁড় করিয়ে “জয় শ্রী রাম” বলার হুমকি দিচ্ছিলেন । নাবালকটি প্রথমে তার কথা না শোনায় তাকে মারধর করা হয় । এরপরেই তার এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানান মন্তব্যের সম্মুখীন হয় তিন যুবক ।
সম্প্রতি ভিডিওটিতে দেখা গিয়েছে, কোন এক ঘরের সিঁড়িতে তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক বসে রয়েছিল । এরপর তাদের সামনে এক যুবক হেটে যাচ্ছিল । এরপরই তাকে ডেকে এনে তিনবার “জয় শ্রী রাম” বলার হুমকি দেয় । নাবালকটি তাদের কথা না শোনায় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা তাকে মারধর করে । কখনো তাকে চটি দিয়ে মারা হয়, আবার কখনও তাকে চড়ও মারা হয় ।
এরপর আতঙ্কিত হয়ে সেই নাবালক কেঁদে কেঁদে “জয় শ্রী রাম, জয় শ্রী রাম” বলতে শুরু করে । এরপরই এই ভিডিও সমাজ মাধ্যমে দারুনভাবে ভাইরাল হতে শুরু করে । স্থানীয় পুলিশ সূত্রে তাদের তিনজনকে গ্রেফতার করা হয় ।
রতলাম জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উক্ত ভিডিওটিতে শিকার হওয়া 3 যুবকের মধ্যে একজনের বয়স 6, 9 এবং 11 বছর । তাদের বিরুদ্ধে নাবালকের অভিযোগ ওঠে, জোর করে নাবালককে “জয় শ্রী রাম” বলানো হয়েছে । এর পাশাপাশি থাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়েছে ।
সমাজ মাধ্যমে নাবালকের ওপর এই অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই স্থানীয় জনগণ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয় । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দেওয়া হয় স্থানীয় বাসীন্দাদের ।
ভাইরাল হওয়া ভিডিওর পরিপ্রেক্ষিতে রতলাম থানার পুলিশ সুপার রাকেশ খাখা জানান, ভাইরাল হওয়া ভিডিওটি গত দেড় মাসের পুরনো । কিন্তু সম্প্রতি সেই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে । এরপর তিনি আরও বলেন, ঘটনাস্থলে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে আমরা দুজনকে বিরুদ্ধে মামলাও দায়ের করেছি । সাইবার টিম এবং পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে । তবে ইতিমধ্যেই অভিযুক্তরা গ্রেপ্তার হবেন ।
“পশ্চিমবঙ্গে 1 কোটি রোহিঙ্গাদের প্রবেশ!” জনবিন্যাসে পরিবর্তনের প্রভাব!