Lawrance Bishnoi Attack :- মুম্বাইয়ের বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডে অভিযোগসূত্রে ভারতীয় পুলিশ লরেন্স বিষ্ণোইকে গুজরাটের সবরমতি জেলে বন্দী করে রেখেছে । এরই মাঝে ‘বিষ্ণোইকে’ খুন করার জন্য পুলিশ কর্মীদেরকে 1 কোটি টাকার বিশেষ ‘পুরস্কার’ ঘোষণা করলেন করনী সেনা ‘রাজ শেখাওয়াত’ ।
জেলে থাকাকালীন লরেন্স বিষ্ণোই তার মাতৃ দেবতা হরিণকে খুন করার অপরাধে বলিউড সুপারস্টার সালমানকেও বাবা সিদ্দিকের থেকেও গুরুতর ভাবে হত্যার হুমকি দিয়েছেন । এর জেরেই ‘ক্ষত্রিয় করণী সেনা’ সর্বভারতীয় সভাপতি রাজ শেখাওয়াতের সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে পুলিশকর্মীদের ওপর তার ‘পুরস্কার’ ঘোষণার মন্তব্য উঠে আসে ।
তিনি দেশের সমস্ত পুলিশ কর্মীদেরকে বার্তা দিয়েছেন, যদি কোন পুলিশ কর্মী ‘Gangstar Lawrance Bishnoi’ -কে হত্যা (এনকাউন্টার) করে তাহলে সে পুলিশকর্মীকে 1 কোটি 11 লক্ষ্য 11 হাজার 111 টাকা পুরস্কার দেওয়া হবে । এছাড়াও যদি কোন পুলিশ আধিকারিক বিষ্ণোইকে এনকাউন্টারের মাধ্যমে ‘হত্যা’ করে , তাহলে সেই আধিকারিকের রীতিমতো সুরক্ষা ও নিরাপদে থাকার জন্য সংগঠনের পুরস্কৃত ধার্য মূল্যটি দেওয়া হবে ।
লরেন্স বিষ্ণোইয়ের ওপর পরিবারের প্রতিবছর 40 লক্ষ টাকা ব্যয় ! প্রকাশ্যে লরেন্সের চাচাতো ভাই !
লরেন্স বিষ্ণোইর ওপর বর্তমানে এক ধরনের মাদক পাচার মামলায় ভারতীয় পুলিশ সরকারের অভিযোগে অভিযুক্ত হয়ে গুজরাটের সবরমতি জেলে বন্দি রয়েছে । পাশাপাশি গত সপ্তাহ মুম্বাইয়ের এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডে পুলিশ সরকারের অভিযোগে রয়েছে ‘লরেন্স বিষ্ণোইর গ্যাংস্টার দল’। কয়েক মাস আগে সালমানের বাড়ির গ্যালাক্সির অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে তাকে মারার জন্য গুলিও চালিয়েছিল সেই গ্যাংস্টার দল ।
এছাড়াও 2022 সালের পাঞ্জাবের খ্যাতিনামা গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বিষ্ণোইর গ্যাংস্টার দল । এরই মাঝে সালমানের উপর হুমকি ওঠে, তিনি যদি 5 কোটি টাকা না দেন , তাহলে বাবা সিদ্দীকের থেকেও খারাপ হবে তার অবস্থা ।
দীপাবলিতেই রণবীর-আলিয়া ভাটের জীবনে নতুন গৃহে পারি দেওয়ার সিদ্ধান্ত !