
Burjkhalifa Viral Video:- বিশ্বের সবচেয়ে উচ্চতম বিল্ডিং বুর্জখালিফার নাম তো শুনেছেনই । এই উঁচু ইমারত শুধু একটি ভবনই নয়, এটি মানব সৃজনশীলতা ও প্রযুক্তির এক অনন্য নিদর্শন । এই সর্বোচ্চ চূড়া প্রায় আকাশ ছোঁয়া দেয়, আর নীচের দিকে তাকালে মনে হয় যেন এটি মেঘেদের সাথে গল্প করছে । এছাড়াও এই বিশাল স্থাপনার ভিতরে থাকতে বা চোখ ধাঁধানো দৃশ্য দেখার জন্য অনেকেই স্বপ্নও দেখে থাকেন । কিন্তু সম্প্রতি এক সাহসী ব্যক্তি বুর্জখালিফার চূড়া থেকে ঝাঁপ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম বুর্জখালিফার চূড়া থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করলেন এই যুবক । যার নাম কেটি হানসেন । জানা গিয়েছে, এর আগেও তিনি নাকি ভাইরাল হওয়ার জন্য এই ধরনের সাহসিকতার প্রতিফলন রেখেছিলেন । তবে চমৎকার বিষয় হল এই যে, 139 তম বুর্জখলিফার শীর্ষ থেকে লাফ দিয়ে চমকে দিলেন সকলকে ।
ঠিক যেন ভাইরাল হওয়া 40 বছর বয়সী ফরাসি স্কাইডাইভার ফ্রেড ফুগেন এর প্রচেষ্টার প্রতিফলন । তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন, যখন তিনি আকাশের বুকে ভেসে যাচ্ছিলেন, তখন তার মনে থাকা সমস্ত ভয় দূর হয়ে যাচ্ছিল । এই অসাধারণ অভিজ্ঞতা তাকে এমন এক শান্তি দিয়েছিল, যা তার জীবনের লক্ষ্য ও সাধনাকে সার্থক করে । তিনি বলেন, এই লাফ শুধু একটি রেকর্ডই নয়, বরং তার জীবনের একটি অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ।
তার কাছে এই অভিজ্ঞতাই শুধু নয়, এর আগেও তিনি বিমান থেকেও ঝাঁপ দিয়েছিলেন । এরপর তিনি একটি বাড়ির ছাদ থেকেও ঝাঁপ দিয়েছিলেন । এই সকল অভিজ্ঞতার মূলে কোন এক সময়ে তিনি নিজেকে ভাগ্যবান বলেও অভিহিত করে ছিলেন । তবে দুবাইয়ের মাটিতে এধরণের সাহসিকতা তেমন কোনো বড়ো বিষয় নয়, এর থেকেও আরও অনেকেই বিশেষ অভিজ্ঞতার প্রতিফলন দেখিয়ে থাকেন ।
এই ঘটনাকে কেন্দ্র করে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাহসিক অভিযান বিশ্ববাসীর মনে বুর্জ খলিফাকে আরও উঁচু স্থানে নিয়ে যাবে । ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন । এই ঘটনা তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে ।
Leave a Reply