Jio True 5G :- এবার থেকে যত খুশি নেট ব্যবহার করতে পারবেন ! রিচার্জের দাম বাড়ার পরেও jio কোম্পানি জনগণকে স্বস্তির নিশ্বাস দিল !

Jio True 5G :- গত 3 জুলাই থেকে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক Reliance jio , Vodafone , Airtel , idea সমেত সিমগুলির রিচার্জ এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে । রিচার্জ এর দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের পক্ষে ন্যূনতম প্ল্যানগুলি রিচার্জ করাটা হাতের নাগালের বাইরে চলে এসেছে । ফলে বহু মানুষ এক বিরাট অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছে । তাই রিলায়েন্স জিও কোম্পানি জনগণের এই অসুবিধার কথা মাথায় রেখে বর্তমানে কিছু রিচার্জ প্ল্যান তৈরি করেছে যেখানে আনলিমিটেড ইন্টারনেট উপলব্ধ রয়েছে ।

জিও কোম্পানি সাধারণ জনগণের জন্য ন্যূনতম দীর্ঘমেয়াদি সম্পন্ন রিচার্জ প্ল্যান তৈরি করেছে ।এই দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানগুলি হল – 3599 টাকা এবং 3999 টাকা । নূন্যতম এই প্ল্যানগুলির মেয়াদ 1 বছর অর্থাৎ 359 দিন করা হয়েছে । এই ভিন্নতম প্ল্যানগুলিতে গ্রাহকরা Unlimited Calling , দৈনিক 2.5 GB ও  8 জিবি ইন্টারনেট পরিষেবা , দৈনিক 100 SMS এর পাশাপাশি টেলিভিশনে সিরিয়াল , Amazon Prime Video , jio Cinema , Netflix যাবতীয় নূন্যতম সুযোগ-সুবিধাগুলি উপভোগ করতে পারবে । এছাড়াও যেহেতু এই প্ল্যান গুলিতে 2 জীবিরও বেশি ইন্টারনেট থাকছে  , তাই সিম গ্রাহকরা 5G ইন্টারনেট পরিষেবাও উপভোগ করতে পারবেন ।

*এক নজরে :- UPI Payment লেনদেনে RBI নিয়ে এলো নতুন নিয়মের সুবিধা ! বৃহত্তর কর লেনদেন !

3 জুলাই থেকে চলতি বছরের স্বল্প মূল্যের jio র জনপ্রিয় প্ল্যানগুলি হল 1299 টাকা , 1029 টাকা , 1028 টাকা , 849 করা হয়েছে । এই প্ল্যানগুলোর মেয়াদ 84 দিন । জিও প্লেনের সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্লেনটি হচ্ছে 999 টাকা । এটির মেয়াদ সাধারণত 98 দিন । এই উপরিউক্ত প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং এর পাশাপাশি দৈনিক 100 SMS , দৈনিক 2.5 GB ও 8 GB ইন্টারনেট পরিষেবা উপলব্ধ থাকবে । এছাড়াও 2 জীবির বেশি ইন্টারনেট রয়েছে , তাই সিম গ্রাহকরা 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন ।

Reliance জিওর এই প্ল্যানগুলির পাশাপাশি আরও একাধিক প্ল্যান রয়েছে । সেগুলির মধ্যে রয়েছে , 349 টাকা , 399 টাকা , 449 টাকা , 629 টাকা , 719 টাকা , 749 টাকা , 849 টাকা , 899 টাকা । এছাড়াও পপুলার প্ল্যানগুলি হল , 999 টাকা , 1199 টাকা এবং 1799 টাকা পর্যন্ত jio কোম্পানি রিচার্জ প্ল্যান গুলি বাস্তবায়িত করেছে ।

*আরও পড়ুন :- 123 টাকার রিচার্জ প্যাকের সাথে জিও নিয়ে এলো jio Bharat J1 4G Phone মাত্র 1799 টাকা ! গ্রাহকরা স্বস্তির নিঃশ্বাস নিলেন !

উপরিউক্ত যে সমস্ত প্ল্যানগুলি জিও কোম্পানি বাস্তবায়িত করেছে , সেই পরিপ্রেক্ষিতে গ্রাহকরা যদি এই প্ল্যান গুলি গ্রহণ করে তাহলে তারা সকলেই 5G প্লেনের সুবিধা উপভোগ করতে পারবে । কেবলমাত্র তারাই 5G সিম কানেক্টিভিটির সুবিধা উপভোগ করতে পারবেন , যাদের এলাকায় 5G ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top