Isha Ambani :- অন্যান্য মায়েদের মতো ঈশা আম্বানীও IVF পদ্ধতির মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম দিয়ে খুশি প্রকাশ করেন !

Isha Ambani ( IVF system ) :- ভারতের সর্ব বৃহত্তম রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি । লক্ষ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তার । আম্বানি নিজের সন্তানদেরকেও তার ব্যবসার আয়-ব্যয় সম্পর্কিত দায়িত্ব দিয়েছেন । সন্তানদের মধ্যে একজন Isha Ambani তিনিও এক তরুণ ব্যবসায়ী । তিনি বলেন তার মা নিতা আম্বানির মতো IVF পদ্ধতির মাধ্যমে তিনিও দুই জমজ সন্তানের জন্ম দিতে চান ।

  তাই ২০১৮ সালে ঈশা আম্বানির সাথে আনন্দ পিরামলের বিবাহ সম্পন্ন হয় । এরপর ২০২২ সালে আধুনিক IVF পদ্ধতির মাধ্যমে আদ্যশক্তি ও কৃষ্ণ নামের দুই যমজ সন্তানের জন্ম দেন । Isha Ambani তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বক্তব্য প্রকাশ করে বলেন , আমার এই উদ্দেশ্য প্রকাশ করার মূল কারণ – বর্তমান মহিলারা যাতে এই নূন্যতম পদ্ধতিটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করেন । তবে IVF ( in vitro fertilization )পদ্ধতি একটি জটিল মুলক প্রক্রিয়া । এই পদ্ধতি ব্যবহারে মহিলারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে । যেহেতু বর্তমান যুগের এই ন্যূনতম পদ্ধতির সুযোগ আমরা পেয়েছি তাহলে কেনই বা আমি আমার সন্তানদের ওপর ব্যবহার করব না । শারীরিক দিক থেকে ক্লান্ত হলেও বাস্তবিকভাবে সকলেই এই পদ্ধতি ব্যবহারে খুশিপ্রাপ্ত হবেন ।

*আরও পড়ুন :-  তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল গর্ভবতী সম্পর্কে একসাথে দুটি বাচ্চার এক পাগল কমেডি নিয়ে এসেছেন …

  এই পদ্ধতিতে লজ্জা বা লুকানোর কোন বিষয় নেই । অনাশয়েই আপনি যদি অন্যান্য মহিলার সাথে এই বিষয়ে আলোচনা করেন তবে এটি স্বাভাবিক বলেই মনে করা হবে । বিয়ের পরবর্তী সময়ে (যখন আমার বয়স ২৩) ডাক্তারবাবুর কথায় গর্ভধারণ করতে পারব না বলে অত্যন্ত দুঃখিত ছিলাম । কিন্তু ডাক্তারবাবু আমার এই যন্ত্রণা দূর করতে আইভিএফ পদ্ধতি ব্যবহারের জন্য বলেন । তারপর এই আইভিএফ পদ্ধতির দ্বারায় দুই যমজ সন্তানের জন্ম দেওয়া হয় । পাশাপাশি মা নিতা আম্বানিও IVF পদ্ধতি ব্যবহার করে দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন । তাই ব্যক্তিগত অভিজ্ঞতায় এই পদ্ধতিতে ইশা আম্বানি পুরোপুরি একমত হন ।

* IVF পদ্ধতি :-

  এটি একটি টেস্টটিউবের দ্বারা বেবি ধারণকারী প্রক্রিয়া । যার ইংরেজি প্রতিশব্দ in vitro fertilization । এই পদ্ধতির মাধ্যমে নারীর দেহ থেকে পরিপূর্ণ ডিম্বাণু বের করে পরীক্ষাগারের একটি পাত্রে রাখা হয় ও সেখানে পুরুষের শুক্রাণু কোষ দিয়ে নিষিক্ত করা হয় এবং সেখানে ততোধিক ভ্রূণ সৃষ্টি হয় । তারপর সেই ততোধিক ভ্রুনের মধ্যে থেকে ক্যাথিটারের সাহায্যে জরায়ুতে পরিপূক্ত দুই বা তিনটি ভ্রূণ মহিলার গর্ভে রোপন করা হয় । তারপর সেখানে ভ্রূণগুলি আটকে যায় এবং বাড়তে শুরু করে । তবে পদ্ধতিতে যমজ সন্তান ১০ শতাংশ  হওয়ার সম্ভাবনা থাকে । তবে এই পদ্ধতিতে মহিলার স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষভাবে করা হয় ।

  এছাড়াও ঈশা আম্বানি এক অনুষ্ঠানে শ্লোকা আম্বানি ও রাধিকা মার্চেন্টর সঙ্গে তার অন্যতম সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন । তাদের এই সম্পর্কে ইশা খুব খুশি হয়ে বলেন আমার ভাই আকাশ আম্বানি লোকাকে বিয়ে করছে এর থেকে ভালো খবর আর কি আছে । যেহেতু স্লোকা তার ছোটবেলার ভালো বন্ধু ছিলেন । এমনকি লন্ডনে আমরা একই ফ্লাইটে বসবাস করি । তাই যেখানে আমি আমার বাচ্চাদের সাথে বসবাস করি । কিন্তু আকাশ ও আনন্দ পিরামল মুম্বাইয়ে থাকেন । তাই অনেক সময় গল্পতে বসলে আমরা মনে করি যে – আমরা কি আসলে বিবাহিত ? এই নিয়ে আমাদের হাসাহাসি নিয়ে বেশিরভাগ সময় পেরিয়ে যায় । তারপর তিনি আরও বলেন যে তার জীবনের শ্লোকা এবং রাধিকা সবচেয়ে কাছের বন্ধু ছিলেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

1 thought on “Isha Ambani :- অন্যান্য মায়েদের মতো ঈশা আম্বানীও IVF পদ্ধতির মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম দিয়ে খুশি প্রকাশ করেন !”

  1. Pingback: Bad Newz :- Bad Newz এর রিলিজ সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় তুলেছে ! জনগণের নানা ধরনের প্রশংসনীয় বক্তব্যগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top