“মাসে 3 লক্ষ টাকা বেতনও সন্তুষ্ট নয় IIT baba !” পেছনের রহস্য জানলে অবাক হবেন ।

IIT baba:- প্রয়াগরাজের কুম্ভমেলায় এ বছর, এক বিশেষ আকর্ষণী হয়ে উঠেছেন ‘আইআইটি বাবা’ নামে পরিচিত অভয় সিং । অভয় হরিয়ানার ঝজ্জর জেলার বাসিন্দা এবং বম্বে থেকেই আইআইটি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন । শুধু তাই নয়, চাকরি সূত্রে তিনি বিদেশেও ছিলেন ।

মাসে প্রায় 3 লক্ষ টাকা বেতনও পেতেন । কিন্তু সাফল্যের এই প্রচলিত পথে তিনি সন্তুষ্ট ছিলেন না । হঠাৎ এমনই এক সময়ে তিনি সবকিছু ছেড়ে আধ্যাত্মিকতার পথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন ।

অভয়ের বাবা কর্ণ গারেওয়াল, যিনি হরিয়ানার ঝজ্জর জেলা কোর্টের আইনজীবী । তিনি জানিয়েছেন যে, তাঁর ছেলে আগে কোনো না কোনো কারণ বশত মনমরা হয়ে থাকত । কিন্তু, কেন সে এমন সিদ্ধান্ত নিল ? তা তিনি এখনও বুঝে উঠতে পারেননি । তিনি কুম্ভমেলায়ও এসেছিলেন নিজের ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই চেষ্টায় তিনি ব্যর্থ হন । বর্তমানে এখন সে গেরুয়া কাপড় পড়ে থাকেন । যদিও তিনি গত 11 মাস আগে নিজের ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আনার চেষ্টায় কুম্ভে এসে ব্যর্থ হয়েছিলেন ।

রাজস্থানের কোটায় ছেলেকে পাঠিয়েছিলেন আইআইটির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য । সেই পরীক্ষায় অভয় সিং সফল হয়ে বম্বে আইআইটিতে ভর্তিও হন । এরপর সেখানে পড়াশোনার প্রস্তুতি আর সর্বোপরি সমাজের প্রত্যাশার চাপে তরুণ প্রাণকে অকালে থামিয়ে দেয় । তবুও তিনি সেই সকল প্রকার ধাপ পেরিয়ে কানাডায় একটি বিমান নির্মাণ সংস্থায় চাকরি পান । মাসে 3 লক্ষ টাকাও বেতন পেতেন । কিন্তু তবুও, সেই সাফল্যের স্মৃতির মাঝে আজ কর্ণের মন জুড়ে তালগোল পাকানো এক অনুভূতি তৈরি হয়েছে

।এরপর কুম্ভের আখড়া থেকে মাঝেমধ্যে উধাও হয়ে যাওয়া আইআইটি বাবা ফিরে এসে জানিয়েছেন, কানাডায় বেতন যেমন ভালো ছিল, খরচও তেমনই বেশি ছিল । তিনি বলেছেন, বাবা-মা যেন তাঁর কথা না ভেবে ঈশ্বরচিন্তায় মন দেন । আর জানিয়ে দিয়েছেন, কোনও একদিন বাড়ি ফিরতে পারেন, তবে এখনই নয় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top