Hrithik Chakraborty, ব্যালকনি দিয়ে ঢুকে ঋত্বিকের উপর হামলার চেষ্টা ! আসল ঘটনা জানলে অবাক হবেন ।

Hrithik Chakraborty

Hrithik Chakraborty (কলকাতা):- কিছুদিন আগেই সইফ আলি খানের উপর আক্রমণের ঘটনায় গোটা দেশ চমকে উঠেছিল । এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অনুপ্রবেশের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল । তবে শেষ পর্যন্ত এই ঘটনা নিয়ে অভিনেতার পোস্ট করা ভিডিওতে উঠে এল এক চমকপ্রদ তথ্য । আসলে এটি ছিল ঋত্বিকের আসন্ন ছবি ‘পরিচয় গুপ্ত’- কারণ এটি মুক্তির তারিখ প্রকাশের এক অনন্য প্রচারণা। !

সমাজমাধ্যমে এদিন একটি ভিডিও প্রকাশ করেন ঋত্বিক । সেখানে তিনি জানান, একটি আকস্মিক ঘটনায় তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন । আচমকাই এক ব্যক্তি ব্যালকনি দিয়ে ঢুকে পড়েন তাঁর বাড়িতে । সে সময় বই পড়ছিলেন অভিনেতা । এর পর তিনি জল খাওয়ার জন্য ফ্রিজের কাছে যেতেই ওই ব্যক্তি তাঁর সামনে হাজির হন । ঋত্বিক বলেন, “ধাক্কাধাক্কি হয়, ও ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি ।” অভিনেতা চিৎকার করে উঠতেই তাঁর বাড়ির লোক চলে আসেন এবং ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দরজা দিয়ে পালিয়ে যায় । 

এর পরই অভিনেতা বলেন, “ঘটনার পর আমি সিসিটিভি চেক করেছি, ফুটেজ দেখেছি । আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করছি ।” “মেডিক্লেম রিপোর্টের পর্দা ফাঁস !” দাবি 35 লক্ষ টাকা , ইনস্যুরেন্স 25 লক্ষ টাকা !

এর পরই দেখা যায় একটি সিসিটিভি ফুটেজ । আর তাতেই পরিষ্কার হয় ঘটনা । ফুটেজে দেখা যায় এক মুখ ঢাকা ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় আচমকাই সিসিটিভির সামনে এসে দাঁড়ান । তার পর একটি চিরকুট বার করে সিসিটিভির সামনে তুলে ধরেন। চিরকুটে লেখা ছিল, “এটুকুই জানাতে এসেছিলাম… পরিচয় গুপ্ত আসছে আগামী 21 ফেব্রুয়ারি 2025, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে ।”

এই ঘটনায় প্রথমে সবাই চমকে গেলেও পরে বুঝতে পারেন যে এটি আসলে ঋত্বিক চক্রবর্তীর আসন্ন ছবি ‘পরিচয় গুপ্ত’-এর মুক্তির তারিখ প্রকাশের এক অভিনব প্রচারণা । পরিচালক রণ রাজের এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে । রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক পরিচিত মুখ । “রূপালি কি সত্যিই ‘অনুপমা’ ছাড়ছেন? উর্বশীর অশালীন নাচে কটাক্ষের ঝড়!”

এই অভিনব প্রচারণায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে । দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে দারুন উৎসাহও বেড়েছে । দেখা যাক, 21 ফেব্রুয়ারি 2025-এ ‘পরিচয় গুপ্ত’ কি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*