Hathras :- মঙ্গলবার হাতরাস স্টামপেডের দুর্ঘটনায় 121 জনেরও বেশি সংখ্যক লোকের মৃত্যু হয় ! ঘটনাটিকে নিয়ে সমগ্র ভারতে বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে !

উত্তরপ্রদেশ :- গত মঙ্গলবার উত্তরপ্রদেশের Hathras শহরের মুঘল গরহী গ্রামে ভোলেবাবা ওরফে নারায়ন হরি সরকার দ্বারা আয়োজিত এক প্রার্থনা সভার আয়োজন করা অনুষ্ঠানটি শেষ হওয়ার সময় পুরুষ-মহিলা ও শিশু সহ ১০০ জনেরও বেশি লোকেরা নিজেদের প্রাণ হারান । ভোলে বাবার এই আয়োজিত প্রার্থনা সভার মর্মান্তিক ঘটনা সমগ্র ভারতে ভক্তবৃন্দদের দুঃখের ছায়া নেমে আসে ।

  হাথরাজ শহরে বাবার পদদলিত হওয়ার পর এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের Hathras শহরের মহকুমা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো এক চিঠিতে বলেছিলেন , মঙ্গলবার দুপুর 12.30 দিকে ভোলেবাবা ওরফে নারায়ণ হরি সরকার উত্তরপ্রদেশ হাতরাজ শহরে এক প্রার্থনা সভায় অনুষ্ঠানে প্রবেশ করেন । অনুষ্ঠানটি এক ঘন্টা নাগাদ চলতে থাকে । তারপর বাবা সেই সভা থেকে পদদলিত হন । ঠিক সেই সময়েই ভক্তবৃন্দরা তার আশীর্বাদ গ্রহণের জন্য একে অপরের গায়ে ঠেলাঠেলি করে তার কাছে এগিয়ে যেতে শুরু করে । ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে । এই ঘটনায় পদদলিত হয়েছে 108 জন মহিলা ও 7 টি শিশু সহ 116 জন প্রাণ হারিয়েছেন । বাকিদের এখনও অব্দি কোন খোঁজ পাওয়া যায়নি ।

  সেখানকার স্থানীয় বাসিন্দারা মেডিকেল ব্যবস্থার উদ্যোগে অভিযোগ জানিয়েছেন , তাই সেখানকার স্থানীয় হাসপাতালে আহতদের নিয়ে গেলেও চিকিৎসা করার জন্য কেউ ছিলেন না । শুধুমাত্র একজন চিকিৎসক অবশিষ্ট  ছিলেন । সরকারি হাসপাতালের গাফিলতির ওপরও তারা অভিযোগ তুলেছেন । তারা আরও অভিযোগ করেছেন , হাসপাতালে আহতদের নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও কোনরকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি । পাশাপাশি পুলিশকর্মীসহ প্রশাসনিক কার্যকলাপের গাফিলতির ওপরেও অভিযোগ তুলেছেন ।

* আরও পড়ুন :- ঈদের নামাজ পড়ে আসার সময় ভেলুরডাবরীর এক পুকুরে মৃত্যু হয় 2 মজদুরের ! বিস্তারিত খবরটি জেনে নিন …

  এছাড়াও 2020 সালের 14 সেপ্টেম্বর মাসে এই হাথরাস শহরেই  এক তরুণীকে হত্যার ঘটনা গোটা ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল । খবর সূত্রে জানা গিয়েছে , বুলগড়ি নামক গ্রামে এক তরুণী তার মার সঙ্গে খেতে কাজ করছিল । তাদের দূরত্ব ছিল প্রায় ১০০ মিটারের কাছাকাছি । কাজ চলাকালীন হঠাৎই তরুণীর চিৎকার শুনে ছুটে যায় তরুনীর কাছে । সেখানে গিয়ে তার মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে তরুনীর মা কান্নায় ভেঙে পড়েন । তিনি দেখেন মেয়ের জিভ কেটে খন্ড করে দেওয়া হয়েছে ।  তরুণীর গুরুতর আহত অবস্থায় সর্বপ্রথম JNMC এর এক হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে 14 দিন ভর্তিতে রাখা হয়েছিল এবং সেখানেই তার কাছ থেকে সমগ্র ঘটনার বয়ান নেওয়া হয়েছিল । তারপর 29 সেপ্টেম্বর সেই তরুণীর মৃত্যু হয় এবং পরিবারের অনুমতি ছাড়াই তরুণীর দেহ সেই রাত্রেই সৎকার করার অভিযোগ ওঠে পুলিশ দপ্তরের ওপর । তারপর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই সমগ্র দেশে বিরাট হইচই শুরু হয়ে যায় ।

*পড়তে থাকুন :- বেআইনিভাবে দখলদার জমি উচ্ছেদে নামল বুলডোজার ! শহরাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরাট তোলপাড় …

  হাথরাসের এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে SSP রাজেশ কুমার সিং বলেছিলেন , মঙ্গলবার উত্তরপ্রদেশের Hathras এর মুঘলগড়হি গ্রামের ভোলেবাবার আয়োজনকারী অনুষ্ঠানে পদদলিত হওয়ার সময় এক মর্মান্তিক ঘটনা ঘটে । আহত হয় বহু লোকেরাও । এখনও পর্যন্ত 23 জন মহিলা , 2 জন শিশু ও 1 জন পুরুষের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । বুধবার সকাল অবধি মৃতদেহের সংখ্যা 121 পর্যন্ত এসে যায় । তবে রীতিমতো তদন্ত করা হলে এর থেকে বেশীও হতে পারে বলে ধারণা করা যায় । পুলিশকর্মীরা এই ঘটনার ওপর ব্যাপকভাবে তদন্ত শুরু করে দিয়েছে । উত্তরপ্রদেশের যোগী আদিত্য নাথ উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কঠোরভাবে তদন্ত করার ঘোষণা করেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

2 thoughts on “Hathras :- মঙ্গলবার হাতরাস স্টামপেডের দুর্ঘটনায় 121 জনেরও বেশি সংখ্যক লোকের মৃত্যু হয় ! ঘটনাটিকে নিয়ে সমগ্র ভারতে বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে !”

  1. Pingback: TamilNadu Crime News :- বাড়ির সামনেই কুপিয়ে হত্যা তামিলনাড়ু বিএসপি প্রধান অ্যামস্ট্রংকে ! চক্রান্তে সামিল

  2. Pingback: World Preventation Day 2024 :- বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কেন পালন করা হয় ? বিশদ জেনে নিন ! - Sambad Taranga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top