Google Map :- “লুকোচুরির দিন শেষ !” গুগল ম্যাপেই দেখুন সঙ্গীর বর্তমান অবস্থান !

Google Map

Google Map :- বর্তমানে গুগল ম্যাপ মানুষের জীবনে চলাচলে এক সঙ্গী হিসেবে কাজ করছে । তাই এখন থেকে দূরদূরান্তে গেলে কোনরকম অসুবিধার সম্মুখীন হতে হয় না । তাই গুগল ম্যাপই দিক-দীগন্তের সাথী । হাতে স্মার্টফোন থাকলেই সরাসরি search engine Google map এর সাহায্যে যেকোন স্থানে সহজেই যাতায়াত করতে পারেন ।

যাতায়াত ক্ষেত্রে গুগল ম্যাপের সাহায্যে আপনি যে কোন স্থানেই যান না কেন google map সরাসরি আপনাকে পরিবহন মাফিক সেই স্থানের দূরত্ব, সময়সীমা ও অবস্থান ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়ে দেয় ।

তবে বর্তমানে গুগল ম্যাপের নতুন আপডেটের পর এখন থেকে আপনারা কোন স্থানে যাতায়াতের পাশাপাশি আপনারা নিজেদের প্রিয়জনদের অবস্থানও জানতে পারবেন । এই গুগল ম্যাপের সাহায্যেই আপনাদের প্রিয়জনদেরকে যেকোনো জায়গা থেকে তাদের সাথে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন । তাই আপনারা নিরাপত্তার খাতিরে গুগল ম্যাপের এই ট্র্যাকিং সিস্টেমটি ব্যবহার করতেই পারেন ।

তবে আপনারা কারোর অনুমতি ছাড়া ট্র্যাকিং সিস্টেমটি উপলব্ধ করতে পারবেন না, কারণ এটি আইনত অপরাধ। এছাড়াও আপনারা কোন জায়গায় গেলে লোকেশন ট্র্যাক করে যেতে পারবেন, পাশাপাশি আপনাদের আত্মীয়দেরকে নিজের বাড়ির লোকেশন দিয়ে ট্র্যাক করে সাহায্য করতে পারেন ।

* মোবাইল ফোনে Google map location tracking করার সহজ পদ্ধতি জেনে নিন :- 

1. সর্বপ্রথম আপনি আপনার Google Map ওপেন করবেন ।

2. এরপর সরাসরি ওপর প্রান্তে ডান কোণে আপনার প্রোফাইলে গিয়ে ক্লিক করবেন ।

3. নোটিফিকেশনে দেওয়া লোকেশন ট্রাকিং অপশনে ক্লিক করবেন ।

4. এরপর সেই ব্যক্তিকে লোকেশন ট্রাকিং অপশনে যুক্ত করুন ।

5. সর্বশেষে লোকেশন শেয়ারিং অপশনের টাইমার সেট করে সেই ব্যক্তির কাছে Sant করুন ।

বিনামূল্যে কর্মীদের প্রতিদিনের খাবার দিলে সংস্থারই লাভ ! আনন্দের প্রবাদে ‘কিছু পেতে হলে, অবশ্যই কিছু দিতেও হয় !’

কৃত্তিমভাবে হ্যাক হচ্ছে G-Mail Account ! ইউজারদের জন্য Google এর সতর্কবার্তা জারি !

* কম্পিউটার বা ল্যাপটপে Google map location tracking করার সহজ পদ্ধতি ও জেনে নিন :- 

1. সর্বপ্রথম আপনি লোকেশন শেয়ার করা সেই ব্যক্তিকে আপনার Contact এ যুক্ত করুন ।

2. এরপর সরাসরি ওপর প্রান্তের ডানকোনে আপনার নিজস্ব প্রোফাইলে গিয়ে ক্লিক করুন ।

3. অপশনে দেওয়া শেয়ার ইওর লোকেশনে (Share Your Location) এ ক্লিক করুন ।

4. ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার Contact এ একাধিক নামের লিস্ট ।

5. এরপর সেই ব্যক্তিকে LIVE Location শেয়ার করুন ।

6. সর্বশেষে গুগল ম্যাপ Open করে সেই ব্যক্তিকে ট্র্যাক করুন ।

 ‘আতঙ্কে রয়েছে পাকিস্তান’ ! সমুদ্র দখল তৈরিতে ভারতের 300 পারমাণবিক নৌবাহিনী !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top