Gold Price (বাংলাদেশ) :- দেশের বাজারে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মরশুমের তাগিদে সোনার দামে হ্রাস পেলেও পুনরায় আবারও বাড়ল সোনার দাম । তাই আসুন জেনে নেওয়া যাক আজ বাংলাদেশের প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কত নেওয়া হচ্ছে ।
* বাংলাদেশের বর্তমানে 22 ক্যারেট সোনার দাম কত ?
বাংলাদেশ জুয়েলার্স বাজুস সরকারের অধীনে বর্তমানে প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 2 হাজার 823 টাকা করে খুচরা বিক্রি করার দাবি ঘোষণা করেছেন । যেখানে বর্তমানে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1 লক্ষ্য 42 হাজার 466 টাকা । যেখানে পূর্বে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 1 লক্ষ্য 39 হাজার 443 টাকা, গত শনিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে ।
* বাংলাদেশের 21 ক্যারেট সোনার দাম কত ?
বাংলাদেশ বাজুস সরকারের তত্ত্বাবধানে নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1 লক্ষ্য 25 হাজার 804 টাকা ।
“নতুন নির্দেশ বাজার চলতি কয়েন নিয়ে!” বন্ধ হয়ে যাবে কি কয়েনের ব্যবহার?”
* বাংলাদেশ 18 ক্যারেট সোনার দাম কত ?
বাংলাদেশ বাজুস সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি ভরি সোনার দাম 1 লক্ষ্য 16 হাজার 395 টাকা এবং সনাতন পদ্ধতি সোনার দাম 95 হাজার 645 টাকায় বিক্রি করা হবে ।
তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সোনার দামে নানান পরিবর্তন দেখা দিলেও বর্তমানে রুপোর দামে এখনো কোন পরিবর্তন দেখা দেয়নি ।বাংলাদেশ জুয়েলার্স কমিশন সরকারের মতে, বিগত সপ্তাহ গুলিতে সোনার দামে ওঠানামা করলেও এই মুহূর্তে সোনার দাম বৃদ্ধি দেখা দিয়েছে । তাই বর্তমান সময়ে ক্রেতাদের পক্ষে পূর্বের তুলনায় সোনা ক্রয় করা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।
“টোটো চালিয়ে মাসে 20,000 টাকা আয় !” খরচ, মুনাফা ও কেনার পদ্ধতি জেনে নিন…