Gold Price:- “বিয়ের মরশুমে সোনার দামে স্বস্তি!” জেনে নিন কলকাতায় আজকের সোনার দাম কত?

Gold price

Gold Price:- সোনার দামের পরিবর্তন সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে । তাই সোনার দাম বৃদ্ধি পেলে যেমন অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, ঠিক তেমনই দাম কমলেও স্বস্তির নিঃশ্বাস মেলে । বিশেষ করে বিয়ের মরশুমে সোনার দামের পতন গ্রাহকদের জন্য সত্যিই এক সুবর্ণ সুযোগের উৎস ।

গত শনিবার, 14 ডিসেম্বর কলকাতায় মোটামুটি ভাবে সোনার দামে হ্রাস দেখা দিয়েছে । যেখানে প্রতি গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার বর্তমান দাম 7,395 টাকা এবং 10 গ্রামের দাম 73,950 টাকা, যা গতকালের তুলনায় দাম কমেছে প্রায় 1,000 টাকা । তবে গত শুক্রবার 22 ক্যারাট 10 গ্রাম Gold Price ছিল 74,950 টাকা।

24 ক্যারেট পাকা সোনার পাকা সোনার ক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে দামের হ্রাস দেখা দিয়েছে । যেখানে প্রতি গ্রাম সোনার দাম বর্তমানে 7,780 টাকা এবং 10 গ্রামের দাম 77,800 টাকা, যা গত দিনের তুলনায় 1,050 টাকা কমেছে । আরও পড়ুন:- 10 মাসে কত পরিমাণ সোনা জমা হলো ভারতের ভাণ্ডারে? RBI-এর এত পরিমাণ সোনা ক্রয়ের কারণই বা কী?

অক্টোবরের পুজোর মরশুমে সোনার দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল । ওই সময় বাজারে ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সোনার দাম দ্রুত বেড়ে যায় । যখন বাজারে প্রতি 10 গ্রাম 22 ক্যারাট Gold Price 81,500 টাকার ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিল । তবে উৎসবের পর চাহিদা কমে যাওয়ায় সোনার দাম ধীরে ধীরে কমতে শুরু করে ।

বর্তমানে ডিসেম্বর মাসে সোনার দাম 75,000 থেকে 80,000 টাকার মধ্যেই ওঠানামা করছে । তবে বিগত সপ্তাহগুলিতে সোনার দামে কয়েকবার বৃদ্ধি হলেও গত শনিবার ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে ।

এছাড়াও বিয়ের সময় সোনার চাহিদা সর্বোচ্চই থাকে । তাই এই সময়ে সোনার দামের হ্রাস মানেই ক্রেতাদের স্বর্ণ ক্রয়ের সুবর্ণ সুযোগ । বর্তমানে সোনার বাজারে যে পতন ঘটেছে, তাতে সোনা কিনতে ইচ্ছুকদের জন্য এটি সেরা সময় । তবে বিশেষজ্ঞদের মাঝে ভবিষ্যতে Gold Price আরও বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছেন । তাই সময়মতো সিদ্ধান্ত নিয়ে সোনা ক্রয় করে লাভবান হওয়া আবশ্যক ।

আরও পড়ুন:- বিয়ের মরশুমে খুশির খবর ! এক ধাক্কায় রুপোর দাম কমলো 1,800 টাকা ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top