Gold Price, ফেব্রুয়ারিতে ওঠানামা থাকলেও, আজ 22 ও 24 ক্যারেট সোনার দামে বিরাট ছুট ।

Gold price

Gold Price :- বিগত বছর 2024 সালের শেষের দিকে যেমন সোনা ও রুপোর দামে পরিবর্তন দেখা দিয়েছিল, ঠিক তেমনই নতুন বছরেও একই প্রভাব লক্ষ্য করা গিয়েছে । একদিন সোনার দাম কমলে আরেকদিন বেড়ে যায় । অপরদিকে চলছে বিয়ের মরসুম, তাই সোনার দামের উপর ব্যাপক নজর রাখছেন মধ্যবিত্তরা । তবে আজ 22 ও 24 ক্যারেট সোনার দামে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে । আজ, 17 ফেব্রুয়ারি সোনার দাম শহরভেদে কিছুটা ওঠানামাতেই রয়েছে ।

আরও পড়ুন :- সোনার দাম 1.56% বৃদ্ধি! জেনে নিন 1 ভরি ও 10 গ্রাম সোনার দাম কত?

তাই বিভিন্ন শহরে 10 গ্রাম 22 ক্যারাট ও 24 ক্যারেট সোনার দাম কত হয়েছে, তা একনজরে দেখে নিন :-

1. কলকাতা 22 ক্যারেট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

2. দিল্লিতে 22 ক্যারেট সোনার দাম 79,040 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,210 টাকা ।

3. মুম্বাইয়ে 22 ক্যারাট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

4. আমেদাবাদ শহরে 22 ক্যারেট সোনার দাম 78,940 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,110 টাকা ।

5. পুনেতে 22 ক্যারাট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

6. লখনউ শহরে 22 ক্যারেট সোনার দাম 79,040 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,210 টাকা ।

7. ব্যাঙ্গালুরুতে 22 ক্যারেট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

8. হায়দ্রাবাদে 22 ক্যারেট সোনার দাম 22 ক্যারেট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

9. চেন্নাইয়ে 22 ক্যারেট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

10. ভুবনেশ্বরে 22 ক্যারেট সোনার দাম 78,890 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 86,060 টাকা ।

মূলত সোনার দাম বাজারের চাহিদা, আন্তর্জাতিক বাজার এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করে প্রতিদিন পরিবর্তিত হয় । তাই সোনা কিনতে বা বিক্রি করতে চাইলে বাজারের সঠিক তথ্য জানা জরুরি ।

আরও জানুন :- অপেক্ষা কীসের? 2 মিনিটেই পেয়ে যাবেন প্যান 2.0, জেনে নিন সঠিক পদ্ধতি …

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*