Gold Price:- 2 ডিসেম্বর, 2024 কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত হয়েছে জেনে নিন !

Gold Price:- সঞ্জয়ের ক্ষেত্রেই হোক কিংবা অলংকারের ক্ষেত্রেই হোক, সোনা সর্বদাই বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকে । তাই কারোর কেনার ইচ্ছে হোক বা দাম জানার ইচ্ছা হোক । আন্তর্জাতিক বাজারে যখন সোনার দামে বৃদ্ধি হয় তেমনি যেন চিন্তায় পড়ে যায় জনসাধারণ, অপরদিকে তেমনি দাম কমে আসলে খুশিতে মন ভরে ওঠে ।

মূলত হলুদ ধাতুর দাম বাজারে চাহিদা ও অর্থনৈতিক প্রবাহের উপর এর পরিবর্তন নির্ভর করে । বিগত মাস গুলিতে সোনার দামে ব্যাপক ওঠানামা থাকার পরে আজ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত রয়েছে আসুন জেনে নেওয়া যাক ।

* কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত ?

আজ 2 ডিসেম্বর 2024 কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে 7325 টাকা । গতদিনে সোনার দামে হেরফের থাকলেও আজ 0.00 শতাংশ দামে পরিবর্তন হয়েছে । অপরদিকে প্রতি 10 গ্রাম সোনার দাম 73,250 টাকা ।

* প্রতি গ্রাম খুচরো পাকা সোনার দাম কত ?

আজ সোমবার কলকাতায় প্রতি গ্রাম খুচরো পাকা সোনা 7710 টাকা করে বিক্রি হচ্ছে । অপরদিকে প্রতি 10 গ্রাম সোনার দাম 77100 টাকা ।

সোনার দাম প্রতি 10 গ্রামে 700 বেড়ে গিয়ে 79,400 টাকা বৃদ্ধির পাশাপাশি রুপো 1,300 টাকা পৌঁছায়!

* প্রতি গ্রাম সোনার বাটের দাম কত ?

প্রতি গ্রামে সোনার বাট 7670 টাকা করে বিক্রি হচ্ছে । অপরদিকে প্রতি 10 গ্রাম সোনার বাট 76700 টাকা করে বিক্রি হচ্ছে ।

* কলকাতার বাজারে গত সপ্তাহে (24 নভেম্বর – 1 ডিসেম্বর) হলমার্ক সোনার দাম কত ছিল ?

1. 24 নভেম্বর প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার দাম ছিল – 74,750 টাকা ।

2. 25 নভেম্বর প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল – 74,750 টাকা ।

3. 26 নভেম্বর প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার দাম ছিল – 73,500 টাকা ।

4. 27 নভেম্বর প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল – 72,150 টাকা ।

5. 28 নভেম্বর 10 গ্রাম হলমার্ক সোনার দাম – 73,000 টাকা ছিল ।

6. 29 নভেম্বর কলকাতায় 10 গ্রাম হলমার্ক সোনার দাম ছিল – 72,900 টাকা ।

7. 30 নভেম্বর পর্যন্ত প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার দাম – 73,300 টাকা ।

8. 01 ডিসেম্বর প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার দাম ছিল – 73,250 টাকা ।

“এক ধাক্কায় সোনার দাম কমলো!” আজকের বাজারে 18, 22 ও 24 ক্যারেট সোনার দাম কত জেনে নিন !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*