Gold News :- “বিয়েতে সোনার গয়না কেনার আগে খাঁটি সোনা চেনার সহজ উপায় জেনে নিন !”

Gold News :- ভারতে বিয়ের মরশুম মানেই স্বর্ণবাজারে রমরমা মার্কেট । বিশেষ করে বাঙালি বিয়েতে কন্যার সাজের জন্য গুরুত্বপূর্ণ অংশই হল সোনার গয়না । তবে মধ্যবিত্ত পরিবারের জন্য সোনা কেনা অনেকটাই কঠিন । এই স্তরের মানুষরা অনেক কষ্ট করে এই মূল্যবান ধাতু কেনেন । তাই সোনা কেনার আগে এর বিশুদ্ধতা যাচাই করা একান্তভাবে আবশ্যিক । যদি আপনাদের কিছু সহজ পদ্ধতি জানা থাকলে কোনটা খাঁটি সোনা আর কোনটি নকল সোনা, তা সহজেই বুঝতে পারবেন । আসুন জেনে নেওয়া যাক আসল-নকল ধাতুর সোনা কিভাবে বুঝবেন ?

1. হলমার্ক দেখে সোনা যাচাই করুন :-

কোনটি খাঁটি সোনা, তা বুঝতে হলে প্রথমেই দেখুন গয়নার উপর বিআইএস (BIS) এর খোদাই করা হলমার্ক চিহ্ন রয়েছে কিনা । সাধারনত হলমার্ক হলো, সোনার বিশুদ্ধতার মান নিশ্চিত করার একটি সরকারি চিহ্ন বিশেষ । তাই যদি কোন সোনায় এই চিহ্ন থাকে, তাহলে সেটিই হচ্ছে আসল সোনা এবং নির্ভয়ে আপনি তা কিনতে পারেন ।

2. চুম্বক পরীক্ষা করুন :-

আপনাদের জানা প্রয়োজন যে, খাঁটি সোনা কখনোই চুম্বকের প্রতি আকর্ষিত হয় না । তাই যদি কোন সোনা চুম্বককে আকর্ষণ করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে, সেটি নকল ধাতুর সোনা অর্থাৎ অন্যান্য ধাতুর পরিমাণ বেশি রয়েছে । অতএব সোনা ক্রয় করার আগে চুম্বকের প্রতি সোনা আকর্ষিত হচ্ছে কী না, তা আগেই পরীক্ষা করুন ।

3. জলে চুবিয়ে পরীক্ষা করুন :-

মনে রাখবেন, খাঁটি সোনা সর্বত্রই জলে ডুবে যায় । অপরদিকে যেগুলি নকল সোনা অথবা খাদযুক্ত সোনা সেগুলি জলে পুরোপুরি ডোবে না । এছাড়াও জলে ভেজানোর পর সোনার রঙের পরিবর্তনও লক্ষ্য করবেন । যদি কোন সোনা জলে চোবানোর পর রঙ পরিবর্তন দেখা যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে, এটি নকল ধাতুর সোনা ।

ভারত ও বাংলাদেশের মধ্যে সোনার দামে কত টাকা পার্থক্য রয়েছে, জেনে নিন !

4. ভিনিগারের সাহায্যে পরীক্ষা :-

এছাড়াও গৃহস্থালির নানান ধরনের কাজের মাধ্যমেও সোনার বিশুদ্ধতা যাচাই করা যায় । আপনি দেখবেন, একটি ড্রপারে হোয়াইট ভিনিগার নিয়ে সোনার গয়নার উপর কয়েক ফোঁটা ঢেলে দিন । এরপর যদি সেই গয়নার রঙ পরিবর্তন হয়, তাহলে বুঝবেন সেটি নকল সোনা । আর রঙ পরিবর্তন না হলে বুঝবেন সেটি আসল ধাতুর তৈরি সোনা ।

5. ক্যারেট অনুযায়ী সোনার মান :-

ক্যারেটের মাধ্যমেও যাচাই করে সোনার বিশুদ্ধতা নির্ধারণ করা যায় । যেখানে আপনারা দেখবেন, 14 ক্যারেট সোনায় মাত্র 14 শতাংশ সোনা থাকে এবং বাকিটা অন্য ধাতুর সংমিশ্রণে তৈরি । তবে 22 ক্যারেট সোনার মান অন্যান্য ধাতুর তুলনায় অনেকটাই বেশি । তাই আপনারা যদি কোন দোকানে পুরনো গয়না নিয়ে যান, তাহলে তার বিশুদ্ধতা যাচাই করে দাম নির্ধারণ করে থাকে । যদি সেই সোনায় খাদের পরিমাণ বেশি থাকে, তাহলে সেটির মূল্য কম হয় ।

* সতর্কবার্তা :-

সোনা কেনার আগে সবসময় সঠিকভাবে পরীক্ষা ও যাচাই করে নিন । খাঁটি সোনা ক্রয় করলে, তা দীর্ঘদিন ধরে আপনার জীবনে একটি মূল্যবান সম্পদ হয়ে থাকবে । তাই যদি আপনার কাছে সোনা চেনার সঠিক তথ্য জানা থাকে, তাহলে ভুল সোনা কেনার সম্ভাবনা অনেকটাই কম হবে ।

“সোশ্যাল মিডিয়ার ভাইরাল নোবেল রবিনসন এখন বাংলাদেশে !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top