বৈদেশিক মুদ্রার ভান্ডার :- বর্তমানে ভারতের শেয়ার বাজারের মার্কেটে অর্থনীতির দিক থেকে একের পর এক নূন্যতম ধাপ সৃষ্টি হচ্ছে । এসবের উপর ভিত্তি করেই আরও এক নতুন খবর তৈরি হয়েছে । যা শুনে সাধারন মানুষ আশ্চর্য হয়ে উঠবে । বর্তমানে শেয়ার বাজারের বৈদেশিক মুদ্রা ভান্ডার 670.86 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ।
*Foreign Currency Reserves ‘ All Time High ‘ :- রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে 12 জুলাই শুক্রবার বর্তমান ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার 4 বিলিয়ন ডলার বেড়ে গিয়ে 670.86 ডলার পর্যন্ত পৌঁছেছে । যা বর্তমানে বাজারে ‘ All Time High ‘ হিসেবে লোকমুখে বিবেচিত যাচ্ছে । গত 26 তারিখ শুক্রবার ভারতের Reserve Bank of India (RBI) সমস্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে এই পরিসংখ্যান সামনে আসো । এর আগেও গত সপ্তাহে 5 জুলাই শুক্রবার ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার ( Foreign Currency Reserve )9.69 বিলিয়ন ডলার বেড়ে গিয়ে 666.85 ডলার পৌঁছায় ।
*আরও পড়ুন :- বাংলাদেশের অর্থনীতি ক্রমশও পিছিয়ে ! গভীর চিন্তায় মুহাম্মদ ইউনুস !
*Foreign Currency Reserves (FCA) 2.58 B High :- এছাড়াও রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI ব্যাংকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে , গত 19 জুলাই শুক্রবার ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ Foreign Currency Assets অর্থাৎ FCA রিপোর্ট প্রত্যাখ্যান করে বিবেচনা করা হয়েছে । যেখানে দেখা যায় ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার 2.58 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে 588.05 ডলার পর্যন্ত হয়েছে ।
উল্লেখিত তথ্য অনুযায়ী জানা গেছে , যে Foreign Currency Reserves অর্থাৎ বৈদেশিক মুদ্রা ভান্ডারের ক্ষেত্রে Foreign Currency Report তথা FCA এক গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে । অতএব ডলারের মাধ্যমে প্রকাশিত FCA হল পাউন্ড , ইউরো ও ইয়েনের মত বৈদেশিক মুদ্রা গঠনের প্রভাবকে উদ্দেশ্য করে ।
*Gold Reserves Report :- রিজার্ভ ব্যাংক আরও একটি তথ্য জানিয়েছে , যে গত সপ্তাহে গোল্ড রিজার্ভ এর মূল্য 1.33 Billion Dollar বৃদ্ধি পেয়ে 59,99 বিলিয়ন ডলার পর্যন্ত দাঁড়িয়েছে । এর পাশাপাশি Special Drawing Rights তথা SDR মূল্য 95 Million Dollar বৃদ্ধি পেয়ে 18,21 বিলিয়ন ডলার পর্যন্ত হয়েছে । অপরদিকে চলতি সপ্তাহের রিপোর্ট অনুযায়ী International Monetary Fund অর্থাৎ IMF এর সাথে Indian Reserve এর অবস্থান বেড়ে গিয়ে বর্তমানে 4.61 বিলিয়ন ডলারে পৌঁছায় ।