BSNL Network :– 2024 এর 3 জুলাই থেকে jio, airtel, Vodafone বেসরকারি সংস্থাগুলি তাদের সিমের রিচার্জ ক্রমশ বৃদ্ধি করে দিয়েছে । ফলে সাধারন জনগণের পক্ষে এত টাকা দিয়ে সিমের রিচার্জ করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । এইসব সমস্যার সমাধানের জন্য বেশিরভাগ জনগণ তারা অন্যান্য সিমের পরিবর্তে BSNL ( Bharat Sanchar Nigam limited ) নেটওয়ার্ক পরিষেবায় আস্তে মজবুর হয়েছে । এরই মধ্যে জনগণের জন্য আরও এক নূন্যতম পরিকল্পনা নিয়ে এসেছে BSNL । প্রসঙ্গ সূত্রে জানা গিয়েছে, সরকারের একটি অন্যতম চুক্তির মাধ্যমে MTNL (Mahanagar telephone Nigam limited ) তার কার্যক্রম BSNL ( Bharat Sanchar Nigam limited )নেটওয়ার্ক পরিষেবার ওপর হস্তান্তর করার পরিকল্পনা নিয়েছে ।
সাধারণত জনগণের সুবিধার্থে সংযুক্তিকরনের পরিবর্তনের জন্যই সরকার এই পরিকল্পনাটি বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন । July মাসের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হবে । MTNL সংস্থাটি বিশাল পরিমাণে ঋণের সম্মুখীন হওয়ায় BSNL এর কাছে এই চুক্তিটি বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছেন । এই ভিত্তিতে আশা করা যায় BSNL আগের থেকে আরও নূন্যতম পদক্ষেপ গ্রহণ করবে । এইরুপ পরিস্থিতিতে MTNL সংস্থাটি BSNL Network পরিষেবার সংযুক্তিকরণের ফলে গ্রাহকরা বেশ সুবিধাপ্রাপ্ত হবে বলে আশা করা যায় ।
*আরও পড়ুন :- Airtel, Vodafone কে পিছিয়ে ক্রমশ অগ্রগতির পথে এগিয়ে BSNL ! দেশে 10000 টি 4G ও 5G টাওয়ার উপস্থাপন করা হচ্ছে !
MTNL সংস্থাটি বিশাল ঋণের প্রভাবে BSNL Network পরিষেবার সংযুক্তিকরণ বিষয়টি সেরকম কোনো বড় বিষয় নয় । MTNL নেটওয়ার্ক পরিষেবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থার মূল বিষয় বস্তুকে কমিটির কাছে জানানো হবে । তারপর মন্ত্রিসভার সদস্যগণ সংস্থাটির ওপর চূড়ান্ত পদক্ষেপ নেবে ।
বিশেষত , এই BSNL Network পরিষেবার মূল উদ্দেশ্য , সমগ্র ভারত জুড়ে 4G এবং 5G নেটওয়ার্ক জনগণের কাছে পরিষেবা পৌঁছানো । জানা গিয়েছে জেলার সমস্ত মহকুমা এবং সরকারি কার্যালয় গুলিতে সংযোগ স্থাপনের জন্য যোগাযোগ করার পরিকল্পনা নেওয়া । এছাড়াও BSNL এর 15000 কোটি টাকার চুক্তির সঙ্গে ভারতের বৃহত্তর 4 টি অঞ্চল TCS ইন্টারনেট পরিষেবা চালু করছে । দ্রুত পরিষেবা প্রদানের জন্য সংস্থাটি প্রায় 1 লক্ষ জায়গায় 4G Network স্থাপনের জন্য পরিকল্পনা নিয়েছে । তবে বর্তমানে 9000 টাওয়ার বসানো হয়েছে ।
*পড়তে থাকুন :- Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ! ১০০ টাকার কমে 3টি আনলিমিটেড ডেটার রিচার্জ প্ল্যান জনগণকে চমকে দিয়েছে !
আর্থিক সংকটের কারণে MTNL (Mahanagar telephone Nigam limited ) সংস্থাটি শেয়ার বাজারের এক বৈঠকে বলেছিল , সুদ দেওয়ার সময়কাল 2024 সালের 220 জুলাই মাসে ছিল । যা ভারতীয় নেটওয়ার্ক পরিষেবায় পর্যাপ্তহীন অর্থের কারণে কয়েকজন বন্ডহোল্ডারদের সুদসহ টাকা দিয়ে অক্ষম হয় । তবে জানা গিয়েছে , বিকন ট্রাস্টিশিপ স্বাক্ষরিত চুক্তি অনুসারে এই মাসের 10 দিনের মধ্যে MTNL সংস্থাকে Eskro Account এ পর্যাপ্ত পরিমাণে সুধ দিতে হবে ।