Site icon Sambad Taranga

BSNL 5G :- BSNL কোম্পানির 5G ট্রায়াল শুরু ! চিন্তায় বেসরকারি সংস্থাগুলি !

BSNL 5G :- গতকাল থেকেই BSNL কোম্পানি তার ন্যূনতম 5G ডেটা পরিষেবার ট্রায়াল শুরু করে দিয়েছে । এর ফলে গ্রাহকরা অন্যান্য সংস্থাগুলির 4G কিংবা 5G ইন্টারনেট পরিষেবা তুলনায় BSNL পরিষেবায় আরও ভালো সুবিধা পেতে চলেছেন । এই নেটওয়ার্ক কোম্পানি শুধুমাত্র দ্রুত ইন্টারনেট ব্যবস্থা নয় এর পাশাপাশি কম লিটেন্সিসহ দুর্দান্ত কলিং এবং মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা গ্রাহকদের কাছে প্রদান করবে ।

ইতিমধ্যেই BSNL কোম্পানি গ্রাহকদের কাছে দ্রুত পরিষেবা প্রদানের জন্য দেশের বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে 5G ইন্টারনেট পরিষেবার জন্য দ্রুত গতিতে কাজ চালু করেছে । অতি শীঘ্রই এই কোম্পানি পুরাতন 4G পরিষেবাকে 5G ইন্টারনেট পরিষেবায় স্থানান্তরিত করার জন্য কাজ শুরু করেছেন । তাই BSNL কোম্পানি 5G ইন্টারনেট পরিষেবা দ্রুত গতিতে দেশের বিভিন্ন প্রান্তে ট্রায়াল শুরু করেছে এর ফলে দেশের অন্যান্য সরকারি সংস্থাগুলির পক্ষে এক বিরাট পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে ।

ভারতের বিভিন্ন প্রান্তে BSNL কোম্পানি তার পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন অঞ্চলগুলিতে 5G পরিষেবা পরীক্ষা শুরু করেছে । প্রতিষ্ঠানটি নানান প্রযুক্তির মাধ্যমে পরিষেবা প্রদান করে থাকবে । যার দরুন এই কোম্পানির সাথে বেশ কয়েকটি বৈদেশীক টেলিকম সংস্থাগুলিও অন্তর্ভুক্ত রয়েছে । বুঝেছি সংস্থাগুলির মধ্যে রয়েছে , ওয়ারলেস, ভিভিডিএন টেকনোলজিস, গেলোর নেটওয়ার্ক এবং উইগিস প্রমুখ । ফলে BSNL পরিষেবা ট্রায়ালের মাধ্যমে তার ন্যূনতম 5G পরিষেবার খরচ কমিয়ে দেবে বলে আশঙ্কা রয়েছে ।

BSNL pujo special recharge plans 2024, BSNL 82 Days Recharge Plane, BSNL Self Care AAP System :- এবারের দূর্গা পুজোয় BSNL নিয়ে এলো একগুচ্ছ রিচার্জ প্ল্যান অফার !

*দেশের কোন কোন জায়গায় BSNL 5G পরিষেবা ট্রায়াল শুরু করেছে ?

বর্তমানে BSNL কোম্পানি 5G পরিষেবা ট্রায়ালের জন্য ভারতের রাজধানী দিল্লির মিন্টো রোড ও চনক্কোপুর এলাকায় এই পরিষেবাটি স্থাপন করা হয়েছে । এর পাশাপাশি দিল্লির রাজেন্দ্রনগর, করোল বাগ, সাদিপুর এমটিএনএল এর মত 3টি সাইটে এই পরিষেবাটি স্থাপন করা হয়েছে । তবে টায়ালের জন্য সংস্থাটি দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে শুরু হয়েছে । এছাড়াও কোম্পানির সূত্রের খবর অনুযায়ী আগামী দীপাবলি পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলগুলিতেই 5G পরিষেবা দ্রুত গতিতে চলবে বলে কোম্পানির ধারণা ।

*দেশের কোন কোন সংস্থাগুলি BSNL এর 5G পরিষেবা প্রদানে সাহায্য করতে চলেছে ?

বিএসএনএল কোম্পানি দেশের বিভিন্ন স্থানে দ্রুততম 5G ইন্টারনেট পরিষেবা প্রদানে সাহায্যকারী সংস্থা গুলির মধ্যে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তেজস নেটওয়ার্ক, বিহান নেটওয়ার্ক, ইউনাইটেড টেলিকম, কোরাল টেলিকম, HFCL, টাইডাল ওয়েভ সহ দেশের আরও অন্যান্য টেলিকম সংস্থাগুলি BSNL এর 5G পরিষেবা প্রদানে সাহায্য করতে চলেছে ।

দেশের নানান টেলিকম সংখ্যাগুলি সাহায্য করায় BSNL তার 4G পরিষেবার থেকে 5G পরিষেবাটি আরও উন্নত হবে বলে আশা করা যায় । কোম্পানির এরূপ সিদ্ধান্ত গ্রহণে আশঙ্কা রয়েছে যে এই নেটওয়ার্ক শুধুমাত্র দ্রুত ইন্টারনেট ভর্তি প্রদান করবে না বরং কম লিটেন্সি যুক্ত দুর্দান্ত ভয়েস কলিং এর পাশাপাশি মাল্টিমিডিয়ার অভিজ্ঞতাও প্রধান করবে । তাই কোম্পানি বর্তমানে দেশের বিভিন্ন স্মার্ট সিটি , স্বাস্থ্য সেবাকেন্দ্র, ইন্টারনেট অফ থিংস এর পাশাপাশি উন্নত ধরনের পরিষেবায় ডিজিটাল পরিষেবার পরিবর্তন আনতে অতি শীঘ্রই BSNL সংস্থাটি 5G পরিষেবা প্রদানের জন্য দ্রুত কাজ চালু করছে ।

UPI Payment :- NPCI , UPI Payment লেনদেনে ভারত আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকেও সাহায্য করতে চেলেছে ! শহরের মন্ত্রী গুলো কি বলছেন সরাসরি জানুন !


Please enable JavaScript in your browser to complete this form.
Please enable JavaScript in your browser to complete this form.
Name
Exit mobile version