Bangladesh Shahbagh News :- বিগত 9 ঘণ্টা ধরে শাহবাগ মোড়ে আউটসোরসিং কর্মীদের পথ অবরোধ !

Bangladesh Shahabagh News

Bangladesh Shahbagh News :- বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা তাদের চাকরি স্থায়ী করার দাবিকে কেন্দ্র করে 19 অক্টোবর, শনিবার শাহবাগ পথ অবরোধ আন্দোলন করেছিলেন । তাদের এই অবরোধ দীর্ঘ 9টা ঘন্টা সময় ধরে চলতে থাকে । ফলে রাস্তাঘাটে যানবাহন সহ যাত্রীদের যাতায়াত শোচনীয় অবস্থায় হয়ে পড়ে ।

গত শনিবারে শাহবাগে চলতে থাকা কর্মীদের অবরোধের পরিপ্রেক্ষিতে সরকার তাদেরকে সেই দাবির উপর বিশেষ আশ্বাস দিয়ে বিগত 9 ঘন্টা যাবত তাদের আন্দোলন শেষ হয় । বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মীরা সকাল থেকে শুরু করে বিকেল 5টার কিছু সময় পর্যন্ত ওই আন্দোলন চলতে থাকে । তাদের দাবিতে এও শোনা গিয়েছে, সরকার যদি আগামী 15 দিনের মধ্যে এই সমস্যা সুরাহা না প্রকাশ করেন , তাহলে এই আন্দোলন আরও কঠোর হবে বলে জানিয়েছে ।

বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা তাদের চাকরি স্থায়ী করার দাবিকে কেন্দ্র করে 19 অক্টোবর, শনিবার Shahbagh road অবরোধ আন্দোলন করে । উক্ত আন্দোলনে শাহবাগ মোড়ে চলাচল ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যায় ।

বঙ্গবন্ধু জাতির পিতা নামের উচ্ছেদ ! বাংলাদেশের উপদেষ্টা পরিষদ মন্ত্রী নাহিদের নতুন করে রচিত ইতিহাস !

খবর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের কল্যাণ পরিষদের 100 রও অধিক আউটসোর্সিং কর্মীরা সকাল 10 টার সময় শাহবাগ মোড়ে গিয়ে পার্শ্ববর্তী রোডগুলিতে ( সায়েন্স ল্যাবরেটরী, মৎস্যভবন থেকে শাহবাগ মোড় ) যানবাহন চলাচল ব্যবস্থা বন্ধ করে দেয় । এরপরে চলতে থাকে তাদের পথ অবরোধ আন্দোলন । অবরোধের কারণে সেই সময় বহু সংখ্যক যাত্রী বাস থেকে নেমে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর তাগিদে হাঁটতে শুরু করে ।

এই অবরুদ্ধ পথে বসে তাদের মুখ থেকে নানান ধরনের স্লোগান দিতে শোনা যায়, স্লোগানগুলি ছিল, ‘ স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ‘, ‘ ছাত্র জনতার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ‘, ‘ দাস প্রথা বিলুপ্ত চাই ‘ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় ।

শাহবাগ মোড়ের পথ অবরোধকারী আন্দোলনে বাংলাদেশের আউটসোর্সিং প্রকল্পে কর্মীদের চাকরি স্থায়ী করার পরিপ্রেক্ষিতে তাদের দফা দাবি করেছেন । সেই দফায় তারা জানান ‘ আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করতে গিয়ে তারা নাকি বৈষম্যের শিকার হচ্ছেন । চার্জারে যেকোনো সময় তাদের চাকরি বিলুপ্ত হতে পারে । কাজ না করলে বেতন পান না ।’

ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং প্রতিক্রিয়ায় ইরান কী ধরনের পদক্ষেপ নিতে পারে ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top