
Bangladesh Car Accident :- বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মুহাম্মাদ হাই সাইফুল্লাহ মাহফিল অনুষ্ঠান থেকে ফেরার পথে টাঙ্গাইল শহরের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন। খবরমাধ্মে জানা গিয়েছে , সেই দুর্ঘটনায় সাইফুল্লাহসহ আরও কয়েকজন সঙ্গীরা আহত হয়েছেন ।
দুর্ঘটনাটি ঘটে গত শনিবার, ১৬ নভেম্বর রাতের বেলায় । যখন তারা মাহফিল অনুষ্ঠান থেকে ফেরে, ঠিক সেই সময় একটি ট্রাক পেছন থেকে আচমকা ধাক্কা দেয় । দুর্ঘটনায় সাইফুল্লাহসহ তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ একজন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি বক্তা । যিনি বর্তমান প্রজন্মের তরুণদের মাঝে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশজুড়ে ব্যাপকভাবে খ্যাতিনামা অর্জন করেছেন । তার প্রত্যেকটি অনুষ্ঠানে দেশের লক্ষ লক্ষ অনুরাগীরা অংশ নেন । যেখানে তিনি কোরান ও সুন্নাহর সম্পর্কিত বক্তব্যকে আলোড়নের মাদ্ধমে ফুটিয়ে তোলেন ।
এই দুর্ঘটনায় টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়ের ওপর তাদের গাড়িটি খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । এরপরই স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল শহরের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের চিকিৎসক ইতিমধ্যেই তাদেরকে স্বাভাবিক ভাবে সুস্থ করে উন্নতমানের চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ।
এরপর ঢাকা হাসপাতালে নিয়ে গেলে খবরমাধ্যমে জানা যায়, আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, পিঠে এবং চোখে গুরুতর আঘাত পেয়েছেন । এরপর হাসপাতালের চিকিৎসকরা তার চোখের বিশেষ চিকিৎসার জন্য ব্যবস্থা নেন । তবে তার শিষ্যদের জন্য বিরাট স্বস্তির খবর, যে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন ।
আজ রবিবার সকালে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সাইফুল্লাহর একটি পোস্টের মাধ্যমে গতকালের দুর্ঘটনাটির সত্যতা প্রকাশ পায় । সেই পোস্টে এও জানানো হয়, বর্তমানে ঢাকা হাসপাতালে আহতদের বিশেষ চিকিৎসা চলছে এবং অতিশীঘ্রই যাতে তারা সুস্থ হয়ে যান, এর জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে ।
এরপর সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ইসলামি মতবিদরা দুঃখ প্রকাশ করেন । বহু মানুষরা তার পাশাপাশি আহত ব্যক্তিরা যাতে সুস্থ হয়ে যান, এটার জন্য বিশেষ দোয়া করছেন। এমনটি তারা পোস্টে কমেন্টের মধ্যে দিয়ে তাদের সমবেদনা ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ।
“সংখ্যালঘুদের আশঙ্কা দূর করতে দ্রুত সমাধানের আহ্বান বাংলাদেশ সরকারের !”
Leave a Reply