Bangladesh Government :- বঙ্গবন্ধু জাতির পিতা নামের উচ্ছেদ ! বাংলাদেশের উপদেষ্টা পরিষদ মন্ত্রী নাহিদের নতুন করে রচিত ইতিহাস !

Bangladesh Government . Nahid islam

Bangladesh Government  :- বাংলাদেশের পূর্ববর্তী শেখ হাসিনার পরিচালিত 8 টি জাতীয় দিবস বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সরকার । আলোচনা সভার শেষে সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ মন্ত্রী নাহিদ ইসলাম জানান , পূর্ববর্তী বাংলাদেশ সরকারের ইতিহাসে রচিত 7ই মার্চ ঐতিহাসিক দিবস এবং 17 ই মার্চের শেখ মুজিবুর রহমানের ইতিহাসও মুছে দেওয়া হচ্ছে না ।

বাংলাদেশ উপদেষ্টা পরিষদ নাহিদ ইসলাম আরও জানান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা গন্নিত করতে ইচ্ছুক নন । কারণ বিগত দেশের মুক্তিযুদ্ধের লড়াইয়ে বহু মানুষের অবদান রয়েছে , শেখ মুজিবুর রহমান একমাত্র ব্যক্তি নন । এর জন্যই জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে মানতে রাজি নন নাহিদ ইসলাম । তিনি বলেন বাংলাদেশের ইতিহাস নতুন করে রচিত হবে ।

শেখ হাসিনার পূর্ববর্তী বাংলাদেশ সরকারের পরিচালিত 8 টি জাতীয় দিবস বাতিল করার প্রস্তাব নিয়ে গত বুধবার বাংলাদেশ সচিবালয় সভা অনুষ্ঠিত হয়েছিল । এরই মাঝে সভায় বাংলাদেশ উপদেষ্টা পরিষদ মন্ত্রী নাহিদ ইসলাম বলেন, 7 ই মার্চের ঐতিহাসিক দিবস এবং শেখ মুজিবুর রহমানের ইতিহাসও মুছে দেওয়া হচ্ছে না । পূর্বে ইতিহাসের পাতায় যেই সমস্ত দিবসগুলি পালিত হয়ে আসছিল , সেগুলি আগামীতেও থাকবে । তবে বর্তমান রচিত ইতিহাসের পাতায় নতুন ধরনের দৃষ্টিভঙ্গি উপলব্ধ থাকবে । কিন্তু সেখানে জাতীয় দিবস পালন করা বিষয়টি পুরোপুরি রাজনীতির অধীনে চলে যায়, যা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার মানতে রাজি নয় ।

হাসিনা সরকারের পূর্ববর্তী জাতীয় ছুটি বাতিল ! সিদ্ধান্ত বরাদ্দ বাংলাদেশ সরকারের !

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মনে করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম আরও বলেন, আমার মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গণ্য করা উচিত নয় । তার কারণ , বাংলাদেশের মুক্তিযুদ্ধের লড়াই 71 সালের নয়, এটি একটি ব্রিটিশ বিরোধী লড়াই । যা দীর্ঘদিন ধরে 47 সাল থেকে শুরু হয়ে আসছে । বাংলাদেশ মানুষরা 71 সালের লড়াইয়ে আছে, 90 সালের লড়াই আছে এবং 24 সালের লড়াইও আছে । এমনকি তিনি একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে তাদের অবদান দিয়েছেন ।

এরই মাঝে আওগামী লীগ সরকারের কথা উঠে আসে । এতদিন ধরে যেই সরকার কেবলমাত্র ব্যক্তি কেন্দ্রিক অবদানের গুরুত্ব দিয়ে আসছিল । এমনকি তিনি লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানের কথা উল্লেখ করেছেন । ইতিহাসের পাতায় যেখানে তার কোন অবদানই উল্লেখ নেই । তাই বর্তমানের রচিত ইতিহাসে সেই সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ।

এছাড়াও বাংলাদেশের পূর্ববর্তী সরকারের অধীনে 8 টি জাতীয় দিবস বাতিল করে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নতুন ধরনের ইতিহাসে বাড়তি আরও নতুন দিবসের পাশাপাশি জুলাই আন্দোলনের মতো জাতীয় দিবস, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল । 

বায়তুল মুকাররম নামাজ পড়া নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ ! দুর্ঘটনায় আহতদের সংখ্যাও ব্যাপক !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top