Bangladesh Durga Puja 2024 :- ‘এবার দুর্গা পুজোয় কেউ বাধা দিলেই করা পদক্ষেপ নেওয়া হবে’ পুজোর আগেই সন্ত্রাসবাদীদের ওপর করা সতর্কবার্তা বাংলাদেশ সরকারের !

Bangladesh Durga Puja 2024 :-  বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পদচ্যুত করার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিনিয়ত হামলা চলছে । সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সকল ব্যবস্থা থেকেই লুপ্ত হয়ে রয়েছে বাংলাদেশে । অপরদিকে সামনেই চলে আসছে দুর্গ মহোৎসব । তাই এই দুর্গ পুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসবাদীদের আক্রমণের ওপর করা পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশ সরকার । পুজোর আগেই সন্ত্রাসবাদীদের করা সতর্কবার্তা ঘোষণা করেছেন । 2024 সালে এ বছর 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজো উদযাপিত হবে , তাই এই সময়কালীন সন্ত্রাসবাদীরা নানা অশান্তি সৃষ্টির জন্য প্রস্তুত রয়েছেন । সন্ত্রাসবাদীদের এই রূপ মনোভাবনার ভিত্তিতেই বাংলাদেশ সরকার আগামবার্তা জারি করে দিয়েছেন ।

বাংলাদেশ সরকার বলেছেন দুর্গাপুজো চলাকালীন যদি কোন সন্ত্রাসবাদীর দল সেই কর্মস্থলকে বাঁধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তার ওপর কড়া পদক্ষেপ নেব । এমনকি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শান্তির পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব । এই হুশিয়ারি বার্তা বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা মন্ত্রীর এ এফ এম খালিদ হোসেন বাংলাদেশের রাজশাহী জেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালী মন্দিরে এই সূচনা জারি করেছেন । ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে জানা গিয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসবাদীদের আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের এই বার্তা ঘোষণা করা হয় ।

 এবারের পুজোয় দারুন চমক ! ট্রেনে করেই বাংলার সমস্ত জঙ্গল-নদী গুলি ঘুরবেন ! দুর্গা পূজার আকর্ষণীয় যাত্রা !

উপদেষ্টা মন্ত্রী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আশ্বস্ত রেখে বলেন , বাংলাদেশ সরকার তাদের ধর্মীয় অনুষ্ঠানের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোর দিয়েছেন । তিনি আরও বলেন , পুজো চলাকালীন বা অন্যান্য সময়েও যদি কোন মন্দিরে হামলা হয় তাহলে আমরা সন্ত্রাসবাদীদের ওপর কঠোর পদক্ষেপ নেব । কোন অপরাধীই রেহাই পাবে না । বাংলাদেশের সমস্ত মন্দিরগুলিকে পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার সহ ছাত্র এবং স্থানীয় জনগণদের নিয়োগ করেছে । এদিন কালী মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ওপর এই আশ্বাস বার্তা দিয়েছেন উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন ।

এদিকে আবার বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনাকে পদচ্যুত এবং ক্ষমতা শূন্য করার ফলে তিনি নিজের দেশ ছেড়েই পালিয়ে যান । তারপর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিনিয়ত হামলা চলছে বলে অভিযোগ ওঠে । বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মাত্র 8 শতাংশ রয়েছে । সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পর হিন্দুদের সমস্ত ব্যবসা, সম্পত্তি, ঘরবাড়ি ও মন্দির সহ নানান কর্মস্থল এর ওপর বিরোধীদের হিংসা প্রবল হয়ে ওঠে । তবে এই পরিস্থিতি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পরে দেখা দেয় ।

ধর্ম বিষয়ক উপদেষ্টা মন্ত্রী এ এস এম খালিদ হোসেন সতর্কবার্তা জানান যে , Bangladesh Durga Puja চলাকালীন সময়ে দুর্বৃত্তিরা বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে । তাই সেই সময় আমাদের কঠোরভাবে নজরদারির সহিত সন্ত্রাসবাদীদের প্রচেষ্টা ব্যর্থ করতে হবে ।

  ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ধ্বসের বিরুদ্ধে মুম্বাইয়ে , মহারাষ্ট্রে “Hit With Footwear” বিক্ষোভ মিছিল !

এদিকে গত মাসেই বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম শহরে হাজার হাজার হিন্দু সম্প্রদায় মিলে বিক্ষোভ সমাবেশ করে তাদের ওপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে শক্তিশালী সুরক্ষার দাবি করেছেন । শেখ হাসিনার ক্ষমতার চ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের 48 টি জেলার 278 টি গ্রামে হিন্দু সম্প্রদায় সন্ত্রাসবাদীদের মুখোমুখি শিকার হয়েছেন , যেই বার্তা বাংলাদেশের ন্যাশনাল হিন্দুগ্র্যান্ড আলায়েন্স এক প্রতিবেদনে জানিয়েছেন ।

এছাড়াও বর্তমানে ক্ষমতাশালী বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উৎসবসহ অন্যান্য কার্যক্রমগুলি শান্তিপূর্ণভাবে সফল হওয়ার আশ্বাস দিয়েছেন । অপরদিকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ধর্মনিরপেক্ষ উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেনের আশ্বাস বার্তা রয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

4 thoughts on “Bangladesh Durga Puja 2024 :- ‘এবার দুর্গা পুজোয় কেউ বাধা দিলেই করা পদক্ষেপ নেওয়া হবে’ পুজোর আগেই সন্ত্রাসবাদীদের ওপর করা সতর্কবার্তা বাংলাদেশ সরকারের !”

  1. Pingback: Indian Railway ! Durga Puja Railway Update 2024 :- এবারের পুজোয় দারুন চমক ! ট্রেনে করেই বাংলার সমস্ত জঙ্গল-নদী গুলি ঘুরবেন ! দুর

  2. Pingback: Malaika Arora ! Malaika Arora Father Death News Reason :- মালাইকা অরোরার পিতা অনিল মেহতার আত্মহত্যার কারণ কি ? সমস্ত রিপোর্ট জেনে নি

  3. Pingback: Colombia vs Argentina Highlights :- 2026 সালের বাছাইপর্বের t20 ম্যাচে আর্জেন্টিনা বনাম কলম্বিয়াকে 2-1 গোলে পরাজয়ের সমস্ত লা

  4. Pingback: BSNL pujo special recharge plans 2024, BSNL 82 Days Recharge Plane, BSNL Self Care AAP System :- এবারের দূর্গা পুজোয় BSNL নিয়ে এলো একগুচ্ছ রিচার্জ প্ল্যান অফা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top