Amrita Sinha :- বিরাট দুটি পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃত সিনহা ! তার সিদ্ধান্ত বহু লোকের মন জয় করেছে !

Amrita Sinha ( কলকাতা ) :- রাজ্যের বিচার ব্যবস্থার দুর্নীতিবাদের উপরে কঠোর পদক্ষেপের মূলে রয়েছে বিচারপতি অমৃত সিনহা (Justice Amrita Sinha) । তার নামে সকল দুর্নীতিবাদীদের রাতের ঘুম উড়ে যায় । রাজ্যের বিভিন্ন ধরনের অবৈধভাবে দুর্নীতিবাদ , বেআইনি কার্যকলাপ , জনগণের উপরে অত্যাচার মূলক মামলার বিরুদ্ধে একাধিক নির্দেশ দিয়ে বিচার ব্যবস্থায় ব্যাপক ছাপ দিয়েছেন এই বিচারপতি অমৃত সিনহা । এর পাশাপাশি তার দুই বিরাট পদক্ষেপ রাজ্য জুড়ে ব্যাপক হইচই সৃষ্টি করেছে ।

১.৬. 2024 সালের (Post Poll Violance) কে ঘিরে এক ব্যক্তি মিথ্যা অভিযোগ জানিয়েছিলেন । তিনি বলেছিলেন বিরোধী দলের সদস্য হওয়ায় তিনি ও তার বাড়ির লোকের রাজ্যের শাসকদলের সদস্যদের দ্বারা রীতিমতো আক্রান্ত হয়ে আছেন । এমনকি এও অভিযোগ শোনা যায় তৃণমূল কর্মীরা নাকি তাদের বাড়ি ছাড়তে বলেছিল । যদিও উচ্চ আদালতে তার এই অভিযোগ মিথ্যা প্রকাশিত হয় ।

২.৬. উচ্চ আদালতের বিচারপতিরা জানান , অভিযোগকারী তাদের দুই প্রতিবেশী মূলক ঝগড়াকে ভোটে হিংসা সৃষ্টির রূপে বদলে দিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করছিল । তবে তার এই অভিযোগ ভোট পরবর্তী হিংসার কোন ছাপই দেখা যায়নি । পরবর্তীতে সেই পরিস্থিতি বুঝতে পেরে আদালতের কাছে অনুরোধ করেন তার এই অভিযোগ বাতিল করার জন্য । তারপরই সেই ব্যক্তি শাস্তির মুখে পড়ে যায় উচ্চ আদালতের কাছে ।

*আরও পড়ুন : ভোট পেরোলেই শিক্ষকদের জন্য বড় উপহার ! পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা জন্য …

৩.৬. মিথ্যা অভিযোগে আদালতকে বিভ্রান্ত ও সময় নষ্ট করার জন্য হাইকোর্ট সেই ব্যক্তির কাছে 10000 টাকা জরিমানা ও তার মিথ্যা অভিযোগ তুলে নেওয়ার অনুমতি দেন । তার পাশাপাশি বিচারপতি জানিয়েছেন , ওই ব্যক্তির মিথ্যে মামলার জরিমানায় পাওয়া অর্থ সামগ্রী দিয়ে কলকাতা হাইকোর্টের পুরনো বিল্ডিং এর সংস্করনের জন্য কাজে লাগানো হবে ।

৪.৬. পাশাপাশি বিচারপতি এও নির্দেশ দিয়েছেন , অভিযোগকারীর জরিমানায় পাওয়া সেই অর্থ সামগ্রী সরকারের রেজিস্টারের অধীনে জমা দিতে হবে । তারপরই সেই টাকা পুরনো বিল্ডিং এর অর্থাৎ মহিলা শৌচালয়ের সংস্করণের জন্য কাজে লাগানো হবে । তবে এই কাজের জন্য Utilization Certificate ও জমা দিতে হবে উচ্চ আদালতের কাছে । তাই বিচারপতি Amrita Sinha এই রায়ে রাজ্যজুড়ে বহু লোকের মন জয় করেছে ।

৫.৬. অপরদিকে , উচ্চ আদালতের কাছে গতকাল আরও একটি মামলার বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছেন এই বিচারপতি । ভাঙ্গরের তৃণমূলের নেতা সৌকত মোল্লার বিরুদ্ধে আরও এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন উচ্চ আদালতের কাছে । পরবর্তীতে তিনিও সেই অভিযোগ তুলে নেয় । অভিযোগকারীর এরূপ আচরণেই বিচলিত আদালত । তাই একের পর এক মিথ্যে অভিযোগ করে আদালতকে বিভ্রান্ত ও সময় নষ্ট করার জন্য শাস্তি হিসেবে জরিমানা আদায় করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

*পড়তে থাকুন  :- জেল থেকে বেরোতেই ফের আরও একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে হেমন্ত সোরেন ! ইস্তফা দিলেন চম্পাই সোরেন …

৬.৬. গত মঙ্গলবার এর সেই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আদালতের বিচারপতি অমৃত সিনহা সেই অভিযোগকারীর কাছে শাস্তি হিসেবে 10000 জরিমান দেওয়ার নির্দেশ দিয়েছেন । এমনকি সেই অভিযোগকারী জরিমানা টাকায় কি হবে এও প্রকাশ করে দিয়েছেন । তিনি বলেছেন সেই জরিমানার টাকায় হাইকোর্টের চত্বরে সমস্ত ফাঁকা জায়গাগুলিতে বৃক্ষরোপণ করা হবে । ভবিষ্যতে এই গাছ অনেক বড় হবে এবং অক্সিজেন সমেত ছায়াও দেবে । এই বিষয়ে justice Amrita Sinha বনকল্যাণ দপ্তরকে দায়িত্ব দিয়েছেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Amrita Sinha :- বিরাট দুটি পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃত সিনহা ! তার সিদ্ধান্ত বহু লোকের মন জয় করেছে !”

  1. Pingback: Mahua Moitro FIR News :- NCW প্রধানকে অপমানজনক দাবি করার বিরুদ্ধে দিল্লী পুলিশ TMC সংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে FIR দ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top