Amrita Bharat Express:- উত্তরবঙ্গের অন্যান্য স্টেশন গুলির তুলনায় মালদা টাউন স্টেশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । কারণ এই মালদা টাউন স্টেশন থেকেই দেশের দূর-দূরান্তে যাতায়াতকারী ট্রেনগুলিকে ছাড়া হয় । তাই এই রেলওয়ে পরিষেবায় ন্যূনতম প্রযুক্তিগত মাধ্যম উপলব্ধ করার তাগিদে ভারতীয় রেল সরকার মালদা ডিভিশনের মোট 12 টি স্টেশনে Amrita Bharat Express প্রকল্পের কাজ শুরু করেছে । সেগুলির মধ্যেই একটি অন্যতম হলো মালদা টাউন স্টেশন ।
রেল সরকারের এই ন্যূনতম অমৃত ভারত স্টেশন প্রকল্পে মালদা টাউন স্টেশন আরও আধুনিকরূপে সেজে উঠেছে । স্টেশনের চারদিক এয়ারপোর্ট টার্মিনাল দ্বারা সাজানো হয়েছে । অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনের এই আধুনিকতম চমক ব্যাপকভাবে যাত্রীদের নজর কাড়ছে ।
এই স্টেশনের উন্নয়নের জন্য ভারতীয় রেল সরকার প্রায় 43 কোটি টাকা ব্যয় করেছেন । বর্তমানে স্টেশনের কাজ প্রায় শেষের দিকে । তাই রেলের উচ্চ পদকর্মীরা কার্যক্রম দেখার জন্য 9 ডিসেম্বর, সোমবার মালদা টাউন স্টেশনে আসছেন ।
আরও পড়ুন:- দূরপাল্লার যাত্রায় আরাম ও গতি যোগ করতে প্রস্তুত ‘Vande Bharat Sleeper Train’!
উত্তরবঙ্গের মালদা শহরের অন্যান্য স্টেশন গুলির তুলনায় মালদা টাউন স্টেশন এক অন্যতম । এই স্টেশনে বহু পরিমাণে দূরপাল্লার ট্রেন যাতায়াত করে । প্রতিদিন যাত্রীদের ভিড় প্রায় লেগেই থাকে । তাই মালদা টাউন স্টেশন সহ অন্যান্য প্ল্যাটফর্ম গুলির আধুনিকীকরণের জন্য মালদা ডিভিশনের মোট 12টি স্টেশনে Amrita Bharat Express প্রকল্পের কাজ শুরু করা হয়েছে ।
* মালদা টাউন স্টেশনে আধুনিকীকরণে উল্লেখযোগ্য পরিকাঠামোগুলি হল :-
1. আধুনিক ওয়েটিং লাউঞ্জ ।
2. যাতায়াতের জন্য যাত্রীদের সুবিধার্থে প্রবেশ ও বাহির পথ পৃথক করা মাধ্যম ।
3. স্টেশনের বাইরে যানবাহনের সুবিধার্থে পার্কিং জোন উপলব্ধ ।
4. সৌন্দর্যায়ন ও পরিবেশ রক্ষার্থে নানা ধরনের গাছ রোপন ।
5. উন্নত মানের লাইটিং এর মাধ্যমে স্টেশনের সৌন্দর্যতা ।
6. রয়েছে সুবিধার্থে সিঁড়ির বদলে ফুটওভার ব্রিজ ।
7. অফিস এবং বাণিজ্যিক ভবনের জন্য একাধিক রুম ।
8. ফ্লোরে থাকছে টাইলস ও ফলস সিলিংয়ের কাজ ।
9. যাতায়াতের জন্য এক্সেলেটর প্রযুক্তি ।
10. এছাড়াও নকশা, স্থানীয় শিল্প এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের আধুনিক নান্দনিকতা ।
আরও পড়ুন:- “রাজস্থানে তৈরি 820 কোটির ডেডিকেটেড রেলওয়ে ট্র্যাক!” এই ট্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা জানেন কী!