Airtel Special Recharge Plan :-2024 সালের 3 জুলাই থেকে Reliance jio তাদের সমস্ত রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ায় , Airtel, Vodafone, ও idea সিম পরিষেবাগুলিও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে । ফলে গ্রাহকদের আর্থিক ভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাই ভারতীয় Airtel সংস্থাটি তার ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে ন্যূনতম 3 টি রিচার্জ প্ল্যানগুলি বাস্তবায়িত করেছেন । নিম্নতম 100 টাকারও নিচে 99 টাকা , 49 টাকা ও 11 টাকার রিচার্জ প্ল্যানগুলি করা হয়েছে । তবে এই রিচার্জ প্ল্যান গুলিতে আনলিমিটেড কলিং এর কোনো রকম সুবিধা পাওয়া যাবে না । শুধুমাত্র আনলিমিটেড ডেটার জন্যই এই 3টি প্ল্যান ভারতীয় এয়ারটেল পরিষেবা সংস্থাটি বাস্তবায়িত করেছেন ।
ভারতীয় টেলিকম বাজারের Airtel পরিষেবার এই 3টি প্ল্যান ফোন ইউজারদের কাছে খুবই সস্তা ও কার্যকরী হয়েছে উঠেছে । ন্যূনতম স্বল্প মূল্যের এই রিচার্জ প্লেনটি গ্রাহকরদের খুবই আকর্ষণীয় করে তুলেছে । ফলে গ্রাহকরা প্রাণ খুলে আনলিমিটেড ডেটা অর্থাৎ Unlimited Internet পরিষেবা উপভোগ করতে পারবেন । তবে এই প্ল্যানগুলি ফোনের Active Plane এর সময়সীমার ওপর কার্যকর থাকবে । যে সমস্ত সিম গ্রাহকদের অত্যাধিক ইন্টারনেট পরিষেবা প্রয়োজন তারাই কেবলমাত্র এই প্ল্যানগুলি রিচার্জ করে Unlimited Internet পরিষেবা উপভোগ করতে পারবেন ।
Jio , Vodafone , Airtel , idea সিম পরিষেবার গ্রাহকেরা তাদের জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলিও বেশি মূল্যে কিনতে হচ্ছে । তবে এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলিতে কিছু কিছু সস্তার প্লেনও উপলব্ধ আছে । গ্রাহকরা 100 টাকার কমেই পেয়ে যাবেন আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা । 100 টাকা কমের 3 টি আকর্ষণীয় রিচার্জ প্ল্যানগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হল ।
* Airtel Special Recharge Plans :-
* 11 Recharge Plan :-
ভারতীয় এয়ারটেল পরিষেবার 11 টাকার নিম্নতর এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের জন্য খুবই লাভজনক ও কার্যকরী একটি পরিষেবা । 11 টাকার এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকেরা 1 ঘন্টার জন্য Unlimited Internet পরিষেবা উপভোগ করতে পারবেন । তাই যদি কোন গ্রাহকের ঘন্টাখানেক সময়ের মধ্যে অত্যাধিক ইন্টারনেট পরিষেবার প্রয়োজন হয় , তাহলে তার পক্ষে এই রিচার্জ প্ল্যানটি খুবই লাভজনক হবে ।
* 49 Recharge Plan :-
Airtel রিচার্জ পরিষেবায় 49 টাকার এই উপযুক্ত রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের জন্য সারাদিনব্যাপী সীমাহীন ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে । এই প্ল্যানটি ফোনে রিচার্জ প্ল্যান অনুসারে থাকা মজুত ইন্টারনেট পরিষেবা অতিক্রমের পর এই প্ল্যানটি কার্যকরী হয় । আকর্ষণীয় এই রিচার্জ প্ল্যানটিতে 20 GB FUP ( Fair Usage Policy ) সীমা উপলব্ধ রয়েছে । যার জন্য গ্রাহকরা সারাদিনব্যাপী Unlimited Internet পরিষেবা উপভোগ করতে পারবেন ।
* 99 Recharge Plan :-
এয়ারটেল পরিষেবার 99 টাকার রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের জন্য এক অসাধারণ পরিষেবা প্রদান করে । গ্রাহকরা এই প্ল্যানে 2 দিনব্যাপী Unlimited Internet পরিষেবা উপভোগ করতে পারবেন । 49 টাকার প্ল্যানের মতো এই রিচার্জ প্ল্যানটিতেও 20 GB FUP ( Fair Usage Policy ) সীমা উপলব্ধ রয়েছে । যার দরুন গ্রাহকরা নিশ্চিন্তভাবে 2 দিনব্যাপী ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে ।
Pingback: BSNL Network Updates :- রাতের ঘুম উড়ল আম্বানির ! আম্বানিকে টেক্কা দিতে BSNL দারুন সুবিধা নিয়ে আসলো !