R.G. kar hospital :- আর্জি করের বিরূদ্ধে মৌমিতাকে হত্যার কারণে বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল !

বাংলাদেশ :- R.G. kar hospital র বিরুদ্ধে গত 16 Augest শুক্রবার কলকাতার নারী চিকিৎসক মৌমিতা দেবনাথ এর ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা প্রতিবাদ মিছিল শুরু করে । প্রতিবাদ মিছিলটি কলকাতার R.G. kar Hospital এর বিরুদ্ধে শুরু হয় । এদিন সন্ধ্যে 7 টায় বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভারতীয়দের প্রতি বিশেষ আবেগের ও সহানুভূতি জানিয়ে মোমবাতি প্রজ্জালন কর্মসূচি শুরু করেন ।

বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌমিতাকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে স্লোগান শুরু হয় । সেই প্রতিবাদ মিছিলে – “We Want Justice” , “No More Rapist” , “Justice For Moumita , justice for Moumita” বলে ছাত্র-ছাত্রীদের মুখে স্লোগান দিতে শোনা যায় ।

*R.G. kar মৌমিতাকে ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিশেষ নীতিবিদদের মতামত :- 

বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে মেহেদী সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত অপর নেতৃত্বের মেহেদী হাসান মুন্না নামক এক ব্যক্তি বলেন , “প্রতিটি ধর্ষণ কাণ্ডই রাষ্ট্র দ্বারা নির্মিত হয়ে থাকে , এই রাষ্ট্রই প্রত্যেক ধর্ষককে উদভাবিত করে এবং প্রতিফলন ঘটায় । সেই ক্ষেত্রে আমাদের দেশের আপুরা সড়কপথে , সংগ্রাম এবং লড়াই ক্ষেত্রে অনেকটাই নিরাপদে রয়েছে । তাই উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সকলের কাছে এই মন্তব্য প্রকাশ করি যে , সবাই একত্রিত হয়ে যেখানে অন্যায় হবে, সেখানেই আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন ।

অপরদিকে বাংলাদেশের 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত অন্তত 4 হাজার ধর্ষক হওয়া কান্ডের মধ্যে মাত্র 5 টিরই বিচার সঠিকভাবে হয়েছে । তাই আমার গভীর বিশ্বাস যে, দেশের জনগণের এই প্রতিবাদ মিছিলের প্রেক্ষাপটে সরকার সেই দর্শকের প্রবলভাবে বিচার করবে বলে আশা করি । ভারতবর্ষে ধর্ষণকাণ্ড এবছরই প্রথমবার নয় , এর আগেও বেশ কয়েক ঘটনা ঘটেছে । তাই আমরা এর সঠিকভাবে বিচার চাই । আমরা সকলে চাই যে , আমাদের দেশের আপুরা সুরক্ষিত থাকুক এবং নিরাপদে বসবাস করুক ।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিশকাত চৌধুরী ও গোলাম কিবরিয়া মোহাম্মদ বলেন , “আমাদের পৃথিবীতে যেসমস্ত দেশেই এই ধরনের স্বৈরাচারী ঘটনা ঘটবে , অতিশীঘ্রই আমাদের সেই ঘটনার প্রতিবাদে অন্যায়, অবিচার, ফ্যাসিজম এর বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে আমাদের রাজপথে নামতে হবে । এই সমস্ত স্বৈরাচারী ঘটনার বিরুদ্ধে আমরা যতদিন না পর্যন্ত একত্রিত হয়ে আন্দোলন করার অভ্যাস নিয়ে আসছি , ততোদিন পর্যন্ত এই পৃথিবীতে অন্যায় অবিচার অনবরত চলতেই থাকবে । তাই R.G. kar hospital এর বিরুদ্ধে কলকাতার চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ এবং খুনের তীব্র প্রতিবাদ জানিয়ে সমগ্র দেশবাসীকেই একত্রিত হয়ে ভারতীয়দের পাশে থাকার জন্য অনুরোধ জানান ।”

সেই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সানজিদা ঢালী বলেন ,”R.G. kar hospital সহ অন্যান্য হাসপাতালগুলিতেও একজন চিকিৎসক সর্বক্ষেত্রেই তার কর্মস্থলকে নিজের দ্বিতীয়তম বাড়ি হিসেবে গণ্য করেন । আর সেই বাড়িতেই মৌমিতা দেবনাথ দুষ্কৃতীদের হাতে ধর্ষিত হয় । তার এই মৃত্যুর ঘটনাকে এড়িয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্তৃপক্ষরা সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন । এর কারণ , কর্তৃপক্ষরা সেই খুনিকে বিচারকার্যে ধরিয়ে দিতে চায় না । তাই আমরা বাংলাদেশ প্রবাসী মিলে এই মন্তব্য করি যে, মৌমিতার হত্যাকান্ডে এই ধরনের অন্যায়, অবিচার আমরা মানবো না।”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top