Bhangladesh :- Muhammad Yunus বাংলাদেশের ঘটনাকে উপেক্ষা করে তিনি বলেছেন “বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের নীরবতা আপামর বাংলাদেশবাসীকে ক্ষুব্ধ করেছে ।” তবে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে নয়া দিল্লি কোনরকম সরকারি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেননি ।
New Delhi :- তদন্ত অনুযায়ী জানা গিয়েছে , বাংলাদেশের ছাত্র জনসাধারনেরা দেশের সরকারি পদক্ষেপে নতুন সরকার গঠনের প্রতিনিধিত্ব থাকুক । এই আন্দোলনের ভিত্তিতে ছাত্র সমাজের নেতা নাহিদ ইসলাম জানান , ছাত্ররা চান বাংলাদেশ সরকার নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে পরিচালনা করা হোক । এই দাবি প্রকাশের পর এও জানা গিয়েছে যে ইউনুস তাদের মতে রাজি হয়েছেন । নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস প্যারিস থেকে এবিপি নিউজের সঙ্গে কথা বলেন । তিনি বলেন – গোটা বাংলাদেশকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে হলে পূর্বের গণতন্ত্রে ফিরে যেতে হবে । যা শেখ হাসিনার রাজত্বকালে এই পদ্ধতিতে নির্বাচন হয়নি ।
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভিত্তিতে ৮২ বছরের রুবেল জয়ী Muhammad Yunus ভারতের এই মন্তব্যে পুরোপুরি অসন্তুষ্ট । ‘বাংলাদেশ ছাত্র সমাজের নিরীহ ছেলেদেরকে পুলিশ কর্মীরা গুলি করে মারছে ‘ বলে আমরা আর্জি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী সহ অন্যান্য দেশের প্রধানমন্ত্রীকেও । এই আর্জির পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী জানান – “এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় , এই বিষয়ে আমারা পুরোপুরি অপারক ।” ভারতের এই মন্তব্যে ইউনুস অভ্যন্তরীণভাবে আহত হন ।
আরও পড়ুন :- দেশের অর্থনৈতিক ঋণ শোধ করতে না পারায় কি কান্ড ঘটালো পাকিস্তান ! রেগে শি জিনপিং !
2006 সালে বাংলাদেশের স্থানীয় ব্যাংক Micro Finance নিয়ে তদারকের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন । মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ঘটনাকে উপেক্ষা করে তিনি বলেছেন “বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিস্থিতিতে ভারতের নীরবতা আপামর বাংলাদেশবাসীকে ক্ষুব্ধ করেছে ।” তবে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে নয়া দিল্লি কোনরকম সরকারি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেননি ।
Muhamad Yunus প্রধানমন্ত্রীকে বলেন , আপনার পার্শ্ববর্তী এলাকার কোন বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে , এটা তাদের অভ্যন্তরীণ বিষয় । তাই এতে যদি কোন রকম ক্ষতি হয় । তাহলে তার কিছু অংশ হলেও আপনাকে আঘাত করবে । তার কারণ যদি গোটা বাংলাদেশের জনগণের বিশৃঙ্খলা ও রেষা রেষি সৃষ্টি হয় তাহলে এটি সীমান্তে ছড়িয়ে পড়বে । যা আটকানো হাতের নাগাল চলে যাবে । তবে ইউনুস নিজেই শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলতি বছরেই জেলে ছিলেন ।
অর্থনীতিবিদরা অভিযোগ করেছেন , “শেখ হাসিনার দীর্ঘকাল রাজত্বের প্রত্যেক নির্বাচনে কারচুপি ভারত সমর্থন করেছেন । এই কারণেই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুদ্ধ । Muhammad Yunus বলেছেন – ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী দেশ । সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে পরস্পর মিলন রয়েছে । তাই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক বন্ধুত্বের সমান ।”
ইউনুস বলেন , বাংলাদেশে ভারতের সমর্থন খুবই প্রয়োজন । আমরা একে অপরের খুবই প্রয়োজনীয় । তাই একদিকে বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে সেতু বন্ধন করার উদ্যোগ প্রকাশ করি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সীমানা প্রান্তে বিএসএফ বাহিনী বিশেষ জোর দিয়েছেন ।