Jio Recharge Plan 2024 :- জিওর 98 দিনের রিচার্জ প্ল্যানে Airtel ও VI সিমের বাজার চোপাটে গেল ! প্ল্যানটিতে রয়েছে একাধিক সুবিধা !

jio Recharge Plan 2024 :- 2024 সালের 3 জুলাইয়ের Jio, Airtel, VI সিমের রিচার্জ প্লেন গুলির মূল্য বৃদ্ধি করায় সোশ্যাল মিডিয়ায় সীম গ্রাহকদের সমালোচনার ঝড় উঠেছে । গ্রাহকদের এই সমালোচনার ঝড়কে উপেক্ষা করে ও জনগণের সুবিধার্থের জন্য jio ন্যূনতম 98 দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানটি বাস্তবায়িত করেছে । তবে Airtel, Vodafone ও idea সীমগুলির রিচার্জ প্ল্যানগুলিতে এই ধরনের জনপ্রিয় কোন প্ল্যানই উপলব্ধ নেই । 98 দিনের এই রিচার্জ প্ল্যানটি ব্যবহারে গ্রাহকরা অনেকটাই লাভবান হবে বলে আশা করেছেন জিও দফতরের সকল কর্মীরা ।

তবে জানা যায় , গত 3 জুলাই থেকে এয়ারটেল , জিও , ভোডাফোন ও আইডিয়া সীমের কোম্পানিগুলি একইসঙ্গে তাদের রিচার্জ প্ল্যান গুলির মূল্য বৃদ্ধি করেলেও 3 জুলাইয়ের পর থেকেই ভোডাফোন ও আইডিয়া তাদের পুরাতন রিচার্জ প্ল্যানের পরিবর্তে ন্যূনতম রিচার্জ প্ল্যানের শুনানি ঘোষণা করে । সীম কোম্পানির রিচার্জ প্ল্যান গুলির মূল্য অত্যাধিক করায় সোশ্যাল মিডিয়ায় দেশের সীম গ্রাহকদের তীব্র সমালোচনার ঝড় ওঠে । সিমগুলির রিচার্জ প্ল্যানগুলির মূল্য হঠাৎ করে বৃদ্ধি হওয়ায় অধিকাংশ গ্রাহকরা সিম পোর্ট করার পরিকল্পনা নেওয়া শুরু করে ।

* 98 Days Jio Recharge Plan :-

বর্তমান যুগে গ্রাহকদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখতে বহু নেটের প্রয়োজন হয় । সোশ্যাল মিডিয়ার মধ্যে উপলব্ধ Netflix, Web Series ও নানা ধরনের সিরিয়াল গুলি দেখতে বহু ইন্টারনেটের প্রয়োজন হয় । জনগণের এই সমস্ত প্রয়োজনের সমাধান করতে jio কোম্পানি ন্যূনতম 98 দিনের দৈনিক 2GB ইন্টারনেট পরিষেবার প্ল্যানের ঘোষণা করেছেন । পাশাপাশি 5G পরিষেবা প্রদানকারী এলাকায় Unlimited 5G Internet পরিষেবা ।

মূলত এই রিচার্জ প্ল্যানের মেয়াদ 98 দিনের এবং এর ধার্যমূল্য 999 টাকা করা হয়েছে । প্ল্যানটিতে রয়েছে Unlimited Voice Call ও 2GB Day এর পাশাপাশি দৈনিক 100 SMS এর সুবিধা । জিও কোম্পানি সমগ্র প্লানটিতে 98 দিনে মোট 196 GB ইন্টারনেট পরিষেবা চালু করেছে । এছাড়াও jio সিনেমা সাবস্ক্রিপশনের পাশাপাশি Prime Video এর সুবিধাও রয়েছে ।

* 90 Days Airtel Recharge Plan :-

এয়ারটেল কোম্পানি 3 জুলাই এর পর থেকে তা রিচার্জ প্ল্যানগুলোর মধ্যে জনপ্রিয় প্ল্যানটি 90 দিনের করা হয় । তবে জিও কোম্পানির ন্যূনতম 98 দিনের রিচার্জ প্ল্যানটি বাস্তবায়িত করার ফলে Airtel জিও প্ল্যানের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে । তবে এয়ারটেলের 90 দিনের প্ল্যানটিতে jio recharge প্ল্যানের তুলনায় 70 টাকা কম হয় । এছাড়াও মেয়াদকাল 8 দিনেরও কম এবং ইন্টারনেট পরিষেবাও খারাপ । এয়ারটেলের রিচার্জ প্ল্যানটিতে থাকছে দৈনিক 1.5 GB Internet service এর পাশাপাশি Unlimited Voice Call , দৈনিক 100 SMS ও Unlimited 5G Internet পরিষেবাও উপলব্ধ রয়েছে । এয়ারটেলের সমগ্র প্লানটিতে 90 দিনে মোট 135 GB ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে । যেখানে জিওর তুলনায় 61 GB কম পাওয়া যাবে ।

* 84 Days Vodafone Recharge Plan :-

Vodafone ও idea সীমের রিচার্জ প্ল্যানগুলিতে জিওর 98 দিন ও এয়ারটেলের 90 দিনের মতো রিচার্জপ্ল্যান না থাকলেও 84 দিনের একগুচ্ছ প্ল্যান রয়েছে । Vi সীমের একাধিক রিচার্জ প্ল্যানগুলির মধ্যে রয়েছে – 859 টাকায় থাকছে Unlimited Voice Call ও 2 GB Day এর পাশাপাশি দৈনিক 100 SMS এর সুবিধা । 1599 টাকার Unlimited Voice Call ও 2.5 GB Day এবং দৈনিক 100 SMS ।

এছাড়াও Vi সীমের একাধিক রিচার্জ প্লানগুলির মধ্যে অন্যতম 997 টাকার প্ল্যানটিতে দৈনিক 1.5 GB Internet service এর পাশাপাশি Unlimited Voice Call , দৈনিক 100 SMS ও Unlimited 5G Internet পরিষেবাও উপলব্ধ রয়েছে যেখানে Amazon Prime Video এর পাশাপাশি রয়েছে Netflix , Jio Cinema Subscription এর সুবিধা ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top