Mahua Moitro :- গত শুক্রবার দিল্লির NCW প্রধান রেখা শর্মার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় দিল্লী পুলিশ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে দিল্লি থানায় FIR দায়ের করেন । মহিলার শালীনতাহানিকে ক্ষুদ্ধ করায় BNS ( Bharatiya Nyaya Sanhita) 79 এর অধীনে তার বিরুদ্ধে মামলা জারি করা হয় ।
উক্ত মামলাটি হয়েছে 8 জুলাই শুক্রবার একটি পোস্টে মহুয়া মৈত্রা করা কমেন্টের বিরুদ্ধে । দিল্লিতে যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রেখা শর্মার হাতরাসে পদদলিত হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে । এমনকি শর্মার মাথার ওপরে ছাতা ধরে থাকতে দেখা যায় । পরবর্তীতে পোস্টটি মুছে ফেলতেও দেখা যায় । এরূপ ধরনের পোস্টের জন্য NCW ( National Commission for Women ) মৈত্রার বিরুদ্ধে আদালতে শত প্রণোদিত স্বীকৃতি পেয়েছে ।
* আরো পড়ুন :- বিরাট দুটি পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃত সিনহা ! তার সিদ্ধান্ত বহু লোকের মন জয় করেছে …
শুক্রবার দিল্লি পুলিশ রেখা শর্মার পোষ্টের বিরুদ্ধে কমিশনার সঞ্জয় অরোরার কাছে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ ছিল ” ভারতের জাতীয় মহিলাদের কমিশন সুরক্ষার ক্ষেত্রে ভারত সরকারের সংবিধিবদ্ধ সংস্থা NCW এর চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রার এই অপমানজনক মন্তব্যের প্রতি শত প্রণোদনা গ্রহণ করা হয়েছে । মিস মৈত্রার এই অশ্লীল মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং নারী মর্যাদার সম্মানকে লঙ্খন করা । “
দিল্লী পুলিশ রেখা মুদ্রার বিরুদ্ধে 8 জুলাইয়ের IFSO ( Intelligence Fusion And Strategic Operations ) কক্ষে আরও একটি FIR দায়ের করেন । এছাড়াও দিল্লী পুলিশ ( FIR ) first Information Report অনুযায়ী সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম থেকে মৈত্রার বিরুদ্ধে সমস্ত রকম অভিযোগ চেয়েছিলেন । এমনকি যেই সমস্ত পোস্টগুলি পূর্বে মুছে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ।
* পড়তে থাকুন :-শত ক্ষমতা থাকলেও ইতিহাস বদলে দিতে পারবেন না মমতা , ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ শুভেন্দু হুঁশিয়ারি করে দিলেন …
তারপর রেখা শর্মার পোষ্টের বিরুদ্ধে দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে চিঠি দিয়ে অভিযোগ করার 2 দিন পর BNS মৈত্রা মহিলার ওপর অশ্লীল মন্তব্য করার বিরুদ্ধে 79 ধারায় মামলা দায়ের করা হয়েছিল । গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার X হ্যান্ডেলে Twite করা একটি ভিডিও পোস্টে দেখা গিয়েছে , যেখানে মিস শর্মার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করছিলেন তিনি , অপরদিকে স্টাফকর্মী শর্মার মাথার ওপরে ছাতা ধরে থাকতে দেখা যায় ।