Tamil Nadu :- বাড়ির সামনেই কুপিয়ে হত্যা তামিলনাড়ু বিএসপি প্রধান অ্যামস্ট্রংকে ! চক্রান্তে সামিল 6 জন বাইক আরোহী !

Tamil Nadu , Chennai :- তামিলনাড়ুর রাজ্যের সমাজবাদী পার্টির প্রধান বিচারপতি অ্যামস্ট্রংকে তার বাড়ির সামনেই 6 জন দুষ্কৃতীর হামলায় মৃত্যু হয় । খবর সূত্রে জানা গিয়েছিল শুক্রবার সন্ধ্যেবেলায় বাড়ির কাছেই তিনি ও তার বন্ধুদের সাথে আলাপ করছিলেন , সেই সময়েই বাইকে করে আসা 6 জন দুষ্কৃতীরা মিলে তার ওপর মারাত্মকভাবে হামলা চালায় । পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

১.৫. অ্যামস্ট্রংয়ের উপর আত্মঘাতী হামলা চলাকালীন তার বন্ধুরা তাকে বাঁচাতে গেলে সংখ্যালঘু আক্রান্তকারীদের হুমকিতে তারাও বাধাপ্রাপ্ত হন এবং নিজেদের প্রাণ রক্ষার তাগিদে তারা সেখান থেকে পালিয়ে যায় । ফলে সেই সময় পেয়েই অ্যামস্ট্রংয়ের বুকে দুষ্কৃতীরা কয়েকবার ধারালো অস্ত্র মেরে সেখান থেকে পলায়ন করে । পরে তার চিৎকার শুনে বাড়ির লোক বেরিয়ে আসলে তাকে বুকে , মাথায় ও ঘাড়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন । ইতিমধ্যেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এই খবর শুনে তার পরিবার দুঃখে ভেঙে পড়েন । এই ঘটনার উপর পুলিশ কর্মীরা কঠোর পদক্ষেপ নিয়েছেন ।

*আরও পড়ুন :- মঙ্গলবার হাতরাস স্টামপেডের দুর্ঘটনায় 121 জনেরও বেশি সংখ্যক লোকের মৃত্যু হয় ! ঘটনাটিকে নিয়ে বিরাট তোলপাড় চলছে সমগ্র ভারতে …

২.৫. স্থানীয় খবর সূত্রে জানা যায় , এদিন সন্ধ্যেবেলায় বাইকে করে 6 জন দুষ্কৃতী এসেছিল । তাদের কাছে ধারালো অস্ত্রসমেতও মজুত ছিল । তারপর এক সময়ে তার বাড়ির সামনে অ্যামস্ট্রংকে ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার কোপ দেওয়া যায় । ইতিমধ্যে তার চিৎকার শুনে তার পরিবারসহ বাইরে বেরিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন । তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তোমাকে মৃত বলে ঘোষণা করে । চেন্নাইয়ের অলিতে গলিতে BSP এর বিক্ষোভ প্রবল মাত্রায় শুরু হয়েছে ।

৩.৫. অ্যামস্ট্রংয়ের উপরে কি কারনে আক্রমণ হয়েছে ? এই বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি । তবে পুলিশ সূত্রে জানায় তার উপরে এই আক্রমণের পেছনে অবশ্যই কোন অতীতকালীন হত্যাকাণ্ড জড়িত আছে । এরূপ আত্মঘাতী হামলা অবশ্যই কোন প্রতিশোধমূলক মামলাকে ভিত্তি করেই করা হয়েছে । চেন্নাই এর উচ্চপদস্থকারী পুলিশকর্তা NDTV নিউজ চ্যানেলকে জানিয়েছিলেন যে , গত বছর আরকট সুরেশ নামক একজন গ্যাংস্টার এরূপ আত্মঘাতী মামলায় মাড়া যান । সন্দেহ আছে যে তার সাথে এই হত্যাকান্ড জড়িত আছে । পুলিশের তদন্তে 8 জনের নাম সন্দেহসূত্রে নথিভুক্ত করা হয়েছে । তবে মেডিকেল Investigation এ জানা যায় তার ওপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল ।

*পড়তে থাকুন :- বেআইনিভাবে দখলদার জমি উচ্ছেদে নামল বুলডোজার ! শহরাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরাট তোলপাড় …

৪.৫. অ্যামস্ট্রংয়ের বর্তমান বয়স ছিল 52 বছর । পেশায় তিনি আইনজীবীর সাথে জড়িত ছিলেন এবং 2006 সালের চেন্নাইয়ের Counsellation এ জয়প্রাপ্ত হন । এরপর গত 2 বছর আগে তিনি চেন্নাইয়ে একটি বড়ো জনসভার আয়োজন করেছিলেন তিনি যেখানে কিনা BSP প্রধান মায়াবতী দেবী ও অংশ নিয়েছিলেন ।

৫.৫. আবার কেউ কেউ বলছেন যে , আত্মঘাতীরা খাদ্য ডেলিভারিদের ছদ্মবেশে এসে বাড়ির সামনেই অ্যামস্ট্রংকে হত্যা করে । এই বিষয়ে পুলিশ কর্মীরা নিশ্চিত হয়নি । তবে তার হত্যাকারীদের খোঁজার জন্য চেন্নাইয়ের সমস্ত এলাকার CCTV ক্যামেরার ফুটেজসহ তদন্ত করার জন্য বিশেষ 10 টি দল গঠন করা হয়েছে । 

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top