Jharkhand :- জেল মুক্তির পর ঝাড়খণ্ডের JMM এর প্রধান Hemant Soren ফের আরও একবার মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন । জানা গিয়েছে JMM , RJD ও Congress সহ পার্টিরা বিধায়ক দলের এক বৈঠক সভায় হেমন্ত সোরেনকেই দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন । বর্তমানে হেমন্ত সোরেন সভাপতি পদে রয়েছেন । তাকে মুখ্যমন্ত্রী করার উদ্দেশ্যে চম্পাই সোরেনকে সেই আসন ত্যাগ করে সভাপতি আসনে বসতে হচ্ছে । পদ বদলের জন্য চম্পাই নিজেই তার দেওয়া বিভিন্ন ধরনের কর্মসূচি বাতিল করেছেন ।
১.৫. 2024 সালের 31 জানুয়ারি সেই সময়কালীন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ইডির কাছে গ্রেফতার হন । ফলে তার মন্ত্রিপদ ইস্তফা দিতে হয় । আরজেডি , কংগ্রেস সহ অন্যান্য পার্টির উদ্যোগে চম্পাইকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয় । হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদ ইস্তফা দেওয়ার 36 ঘণ্টার মধ্যেই চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী আসনে বসার শপথ গ্রহণ করেন । তারপরেই ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলিতে বিরাট কারচুপি শুরু হয় । তবে জেল মুক্তির পর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজনীতিতে বিরাট কারচুপি লক্ষ্য করেন । ইস্তফা দেওয়ার পর থেকেই চম্পাই সরকারের বিভিন্ন কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে । এমনকি এও শোনা যায় , মুখ্যমন্ত্রীর উপস্থাপনায় 1500 শিক্ষকদের হাতে চাকরি তুলে দেওয়া সরকারি প্রোগ্রামও কোনো না কোনো কারণে প্রতিনিয়ত বাতিল করা হয়েছে । এছাড়াও চম্পাই নিজেই তার দেওয়া বিভিন্ন ধরনের কর্মসূচি বাতিল করেছেন । যার ফলে চম্পায়ের মুখ্যমন্ত্রী আসনের পদবদল অবধারিত হয় ।
২.৫. মুখ্যমন্ত্রী Hemant Soren রাঁচিতে 8.86 একর জমি বেআইনিভাবে দখল করে । তার এই জমিসংক্রান্ত ও বেআইনি মূলক দুর্নীতির মামলায় ইডি তাকে গ্রেফতার করে । তারপর তিনি তদন্তকারী সংস্থায় যাওয়ার পূর্বেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন । তারপর থেকেই একাধিক মামলার অভিযোগ ওঠে সুপ্রিমকোর্টে । 2024 এর লোকসভা নির্বাচনের পর উচ্চ আদালতের কাছে দাবি জানিয়েছিলেন যে ভোট প্রচারের জন্য তাকে জামিন দেওয়া হোক । কিন্তু আদালত তার এই দাবি বরখাস্ত করেন । তারপরেই 6 মাস পর ঝাড়খণ্ডের আদালত থেকে জামিন পান হেমন্ত ।
* আরও পড়ুন :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন …
৩.৫. হেমন্ত তাকে গ্রেফতার করার বিরুদ্ধে বলেছেন , ” আমাকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছিল এবং ছয় মাস বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল ।”
৪.৫. হেমন্তর গ্রেপ্তার করার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল তার কিছু বক্তব্য প্রকাশ করেছেন – ‘ ঝাড়খণ্ডের রাজনীতিতে হেমন্ত সোরেন একজন শক্তিশালী আদিবাসী নেতা । তাকে বিনা অন্যায়ে গ্রেপ্তার করার বিষয়টিকে তীব্র নিন্দা জানাই । অবশ্যই এর পিছনে বিজেপি সমর্থনকারী এজেন্সির হাত রয়েছে । রীতিমতো এটা একটি জনপ্রিয় পার্টিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে । হেমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু । হেমন্তর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর জন্য শপথ নিয়েছি । তবে তার এই প্রতিবাদে ঝাড়খণ্ডের জনগণ কড়া জবাব দেবে । প্রতিবারের ন্যায় এবারও বিজয় লাভ করবেন হেমন্ত সোরেন ।”
* পড়তে থাকুন :- বিশেষ উদ্যোগে ত্রিপুরায় ‘মেডিক্যাল কলেজ’ খুললেন শুভেন্দু অধিকারী …
৫.৫. অপরদিকে এ বছরের অক্টোবর মাস পেরোলেই শুরু হবে বিধানসভা নির্বাচন । ফলে Hemant Soren এর জেল থেকে মুক্তি পাওয়া ঝাড়খণ্ডের জেএমএম সরকারের শাসকদলের কাছে এক বিরাট স্বস্তির প্রভাব পড়ে । তাই এই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই গতবারের মতোই এবারও শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর উপক্রম চলছে । এর জন্যই চম্পাই সোরেনের কারচুপি মূলক কর্মসূচি গুলি বাতিল করে নতুন করে কর্মসূচি ধারণ করার উদ্যোগ নেওয়া হয় ।