LPG Cylinder Price Reduce, “কলকাতায় ফের কমল রান্নার গ্যাসের দাম! নতুন দাম কত জানুন এখনই ।”

LPG Cylinder price reduce

LPG Cylinder Price Reduce:- ফের কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম । শোনা গিয়েছে 1 ফেব্রুয়ারি থেকেই সিলিন্ডার পিছু 7 টাকা করে কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম । গত বছরের ডিসেম্বরে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 62 টাকা বেড়েছিল, যা রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায়িকদের জন্য চাপ সৃষ্টি করেছিল । তবে নতুন বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম কমতে শুরু করেছে । জানুয়ারি মাসে 14.50 টাকা কমার পর ফেব্রুয়ারিতে আরও 7 টাকা কমলো দাম ।  

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল । এর ফলে রেস্তোরাঁ ও হোটেলগুলিতে খাবারের দাম বেড়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল । তবে নতুন বছরে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ।  

* কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে বর্তমান দাম :- 

– দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1797 টাকা।  

– কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম 1907 টাকা।  

– মুম্বইয়ে 19 কেজি সিলিন্ডারের দাম 1759.50 টাকা।  

– চেন্নাইয়ে 19 কেজি সিলিন্ডারের দাম 1959.50 টাকা।  

তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালি ব্যবহারের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে । তবে কলকাতায় 14.2 কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম এখন 829 টাকা ।  

সিলিন্ডারের এই দাম কমানোকে বাজেটের আগে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা । তবে সাধারণ মানুষের আশা, গৃহস্থালি গ্যাসের দামও শীঘ্রই কমানো হবে ।  

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top