‘Google Search Engine’ এর জনপ্রিয়তা কমার পিছনে উল্লেখযোগ্য কারণগুলি জেনে নিন !

Google Search Engine :- নেট দুনিয়ার জগতে সার্চ ইঞ্জিন শিল্পে দীর্ঘদিন ধরেই গুগল সার্চ ইঞ্জিন এক বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । ব্যবহারকারীদের সুবিধার্থে ও তাদের জনপ্রিয়তা টিকিয়ে রাখার জন্য নিজেদের সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ন্যূনতম সুবিধা প্রদান ও কৃত্রিম বুদ্ধিমত্তা Ai প্রযুক্তিও যোগ করা হয়েছে ।

তবে দীর্ঘদিন ধরে Google search engine এর বাজারের নিয়ন্ত্রণ ধরে রাখলেও সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা ক্রমাগত পিছিয়ে পড়ছে । গুগল ট্রাফিকের আধিকারিক ওয়েবসাইট স্টেটকাউন্টার জানিয়েছেন, ” গত তিন মাসে বসে সার্চ শিল্পে গুগল সার্চ ইঞ্জিনের বাজার দখলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে । যা 2015 সালের পর এই প্রথমবার গুগলের বাজারদর এর পরিমাণ 90 শতাংশের নিচে নেমে যায় ।

* Google search engine এর জনপ্রিয়তা ও পরিবর্তনের গতিপ্রকৃতি কীরূপ ?

1. স্টেটকাউন্টারের তথ্য অনুসারে, গত এক দশকের বেশি সময় ধরে google সার্চ ইঞ্জিন বৈশ্বিক সার্চ শিল্পের 90 থেকে 92 শতাংশ বাজার ধরে রেখেছে ।

2. এছাড়াও 2022 সালে অক্টোবর মাসের গুগলের বাজারে শেয়ার ছিল 89.34 শতাংশ । কিন্তু ডিসেম্বরে কিছুটা কমে গিয়ে দাঁড়ায় 89.73 শতাংশ ।

3. 2015 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গুগলের বাজারে শেয়ার ছিল 89.62, 89.47 এবং 89.52 শতাংশ । এতে ইঙ্গিত করে যে, সাম্প্রতিক সময়ে google এর বাজারে শেয়ার অল্প কিছু পরিবর্তন হয়েছে । আরও পড়ুন:- Air india:- 2025 এ বড়ো চমক ! ডোমেস্টিক ফ্লাইটে উঠলেই পাবেন বিনামূল্যে Wifi internet ! থাকছে কী কী ?

4. গুগলের বাজার শেয়ার কমার কারণ হিসেবে অন্যান্য সার্চ ইঞ্জিন এবং নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা থাকতে পারে ।

5. Google তাদের সার্চ ইঞ্জিন নতুন ফিচার এবং উদ্ভাবন নিয়ে আসার পরিকল্পনা করছে, যা তাদের বাজার ধরে রাখতে সহায়তা করবে ।

6. গুগলের মূল প্রতিষ্ঠাতা অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল সার্চের তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে ।

7. সুন্দর পিচাইয়ের মতে, 2025 সালের শুরুতেই গুগল সার্চে এমন নতুন সক্ষমতা আসবে, যা ব্যবহারকারীদের চমকে দেবে ।

8. গুগল তাদের সার্চ ইঞ্জিন কে আরো উন্নত ও কার্যকর করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI এবং মেশিন লার্নিং এর মত প্রযুক্তির ব্যবহার করতে পারে ।

9. গুগলের লক্ষ্য হচ্ছে তাদের সার্চ ইঞ্জিনকে আরো ব্যবহারবান্ধব ও কার্যকরী করে তোলা । যাতে প্রতিযোগীদের সঙ্গে তারা নিজেকে টিকিয়ে রাখতে পারেন ।

10. গুগল সার্চ ইঞ্জিনকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী করতে উদ্ভাবনী প্রযুক্তি ও দ্রুততর সার্চ অভিজ্ঞতা এবং নির্ভুল ফলাফল প্রদানের উপর জোর দেওয়া হবে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top