MahaKumbh fire Report:- মহাকুম্ভে আগুন ! গীতা প্রেস ক্যাম্পে কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড? জানুন বিস্তারিত…

MahaKumbh fire Report:- বিগত 12 বছর পর 2025 সালের মহাকুম্ভের মহোৎসবে দাউদাউ করে জ্বলছে আগুন । একের পর এক আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে মহোৎসবের তাবুসমূহ । এরপরই ঘটনাস্থলে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায় । লোকমুখে নানান ধরনের প্রশ্ন উঠতে শোনা যায়, মহাকুম্ভের তাবুতে আগুন লাগার কারণ কি ? কিভাবে আগুন লাগল ? নাকি কোন ষড়যন্ত্রকারীর হাত রয়েছে ?

ইতিমধ্যেই MahaKumbh মহোৎসবের তাবু গুলিতে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই উৎসবের লোকজন আতঙ্কিত হয়ে রয়েছে । আগুনে খাক হয়ে যাচ্ছে একের পর এক তাবু সমূহ । আর এদিকে ঘটনাটি শোনার পরেই আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই গন্তব্যস্থলে যান । এরপর তিনি সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথোপকথন করতে শুরু করেন ।

উক্ত ঘটনা সম্পর্কে এ ডিজিপি ভানু ভাস্কর সংবাদমাধ্যম এনএনআইকে জানান, এই ভয়াবহ পরিস্থিতির পিছনে রয়েছে সেক্টর 19নং তাঁবুর ভেতরের সিলিন্ডার বিস্ফোরণ, যার জেরেই এই পরিস্থিতি দেখা দেয় । ইতিমধ্যেই খবর পেয়ে দমকল বিভাগ, পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান । এরপর তাঁবুতে উপস্থিত সকল দর্শনার্থীদের সরিয়ে দেওয়া হলে পরে বিকেল সাড়ে চারটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

ইতিমধ্যেই যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সংবাদ মাধ্যম পিটিআই সূত্রের খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিষয়টি সম্পর্কে যোগীর কাছে জানতে চাইলে তিনি তাকে সমগ্র বিষয়টি জানান, বিকেল 4 টে নাগাদ সেখানে আগুন লাগে । এরপরই এডিজিপি ভানু ভাস্কর সংবাদ সংস্থা এএনআইকে জানান, আমরা 4টে বেজে 8 মিনিটে আগুন লাগার খবর পাই ।

তবে মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া আগুনের ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বৈভব কৃষ্ণ। তিনি আরও জানান, সম্পত্তির কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলাশাসক রবীন্দ্র কুমার জানান, “গীতা প্রেস ক্যাম্প এলাকায় আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । তাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” ঘটনার পর স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে । তবে এই অগ্নিকাণ্ডে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । মেলায় উপস্থিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top