Raebareli Monkey :- “রানী নামের বানর বাড়ির সব কাজ সামলায় !” ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক ভাইরাল !

Raebareli Monkey:- রায়বারেলির খাগিপুর সান্ডওয়া গ্রামের এক বিশেষ রানি বানরের হুবহু মানুষের মতো ঘরের কাজের এক ভিডিও সমাজমাধ্যমে দারুণভাবে ভাইরাল হচ্ছে । যেখানে ভিওটিতে দেখা গিয়েছে ওই রানি বানরটি রান্না করা, বাসন মাজা, এমনকি ঝাড়ু দেওয়া—সবকিছুতেই দারুণ দক্ষতা রয়েছে ।

রায়বারেলির রানি বানরটি শুধুমাত্র কাজেই নয়, তার প্রতিটি আচরণে মানুষের মতো ভাব ফুটে ওঠে । তার কার্যকলাপ দেখে গ্রামবাসীরা যেমন মুগ্ধ, ঠিক তেমনই অবাকও হয়েছেন । রানির সবচেয়ে ভালো বন্ধু আকাশ নামের এক স্থানীয় বাসিন্দা । তাদের বন্ধুত্বের গল্প এবং একসাথে কাজ করার মুহূর্তগুলি গ্রামবাসীদের কাছে রীতিমতো কৌতূহলের বিষয় ।

সম্প্রতি রানির ঘরের কাজ করার একটি ভিডিও সমাজ মাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে । ভিডিও দেখে নেটিজেনরা তাকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসা করছেন । কেউ কেউ বলেছেন, ‘রানি শুধু একটি পোষা প্রাণী নয়; সে এখন একটি অনুপ্রেরণাও ।’

আরও পড়ুন :- বিনা টিকিটে লন্ডন স্টেশনে প্রবেশের চেষ্টা ! পাকিস্তানি মহিলা আটকের ভাইরাল ভিডিও !

* রায়বারেলির রানি বানরের জনপ্রিয় কিছু কাজ :-

– রানী বানরের পছন্দ বাসন মাজা আর রান্না করা ।

– মানুষের মতো প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে করে রানী ।

– আকাশ ও রানীর বন্ধুত্ব এখন আলোচনার শীর্ষে ।

– রায়বেরেলির খাগিপুর সন্ডাওয়ার রানীর ভিডিও ভাইরাল হয়েছে ।

বিশেষত বানরকে মানুষের পূর্বজ বলা হয়, এবং তারা বরাবরই মানুষের কাজে বিশেষ ভূমিকা পালন করে । এছাড়াও আধুনিক সমাজেও আমরা এমন অনেক ধরনের বানর দেখি, যারা মানুষের কাজকর্মে সাহায্য করে । খাগিপুর সন্ডাওয়ার বাসিন্দা আকাশের পোষা রানীবানর ঠিক তেমনই এক বিস্ময়ী প্রাণী ।

রানী যে একমাত্র পোষা প্রাণী, তা নয় । সে আকাশের পরিবারের মধ্যে অন্যতম । ভিডিওটিতে রানীকে বাসন মাজতে, রান্নায় সাহায্য করতে, এমনকি বাড়ির অন্যান্য কাজের প্রতিও তার কর্মদক্ষতা লক্ষ্য করা গিয়েছে । রায়বারেলির এই মিষ্টি বানরটি কেবল স্থানীয়দের নয়, গোটা দেশের মন জয় করে নেওয়ার পাশাপাশি সমাজ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে ।

অতএব, এই গল্প সত্যিই প্রমাণ করে যে, যত্ন ও ভালোবাসা দিয়ে প্রাণীদেরকে মানুষে রূপান্তরিত করা সম্ভব ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top